Bangladesh News:'চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার হবে', হুঁশিয়ারি কার্তিক মহারাজের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : 'হিন্দুদের একতাবদ্ধ হওয়া সর্বাগ্রে প্রয়োজন', বার্তা কার্তিক মহারাজের, বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, প্রতিবাদে কলকাতায় পথে সনাতনী সমাজ । 'চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আন্দোলন আরও জোরদার হবে', 'বাংলাদেশে আলু-পেঁয়াজ রফতানি বন্ধ করুক ভারত' । কেন নীরব ভারত সরকার? প্রশ্ন কার্তিক মহারাজের । ১৫ ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ কণ্ঠে গীতাপাঠ' । 'হিন্দুদের রক্ষা করতে বিজেপি, তৃণমূল, বাম, কংগ্রেস সবাই এগিয়ে আসুক' । রাজনৈতিক বিভেদ ভুলে হিন্দুদের পাশে দাঁড়ান, আহ্বান কার্তিক মহারাজের । কেন্দ্র হিন্দুদের পাশে না দাঁড়ালে সব বর্ডার বন্ধ করে দেব' । রানি রাসমণি অ্যাভিনিউয়ের মঞ্চ থেকে হুঁশিয়ারি কার্তিক মহারাজের
আরও খবর...
প্রয়াত পঙ্কজ দত্তকে (Pankaj Dutta) পুলিশি হেনস্থার অভিযোগে বড়তলা থানায় অবস্থান। পুলিশি হেনস্থার অভিযোগে বিজেপি বিধায়করা অবস্থানে সামিল হয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের অবস্থান। ৩০ নভেম্বর বারাণসীর হাসপাতালে রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্তর মৃত্যু হয়েছিল। বারাণসীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে সেরিব্রাল অ্যাটাক হয় পঙ্কজ দত্তর।
সনাতনী সমাজের প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী বলছেন, ''এখনও বাঙালি হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি। একুশে মমতা আমাকে হারাতে এসেছিলেন, আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম। নন্দীগ্রামে ৬৫% হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম। রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন? কেন লাভ জেহাদ, ধর্মান্তরণের বিরুদ্ধে আইন হবে না? হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে, এই লড়াই চলবে।''