India vs Australia: তুমি বড় ক্রিকেটার হতে পারো, তবে বুড়ো! স্লেজিংয়েও সেঞ্চুরি যশস্বীর
Yashasvi Jaiswal Sledging: অজি স্পিনার জানিয়েছেন, পারথে প্রথম টেস্টে তাঁকেও স্লেজিং করতে পিছপা হননি তরুণ যশস্বী। বর্ডার-গাওস্কর ট্রফির যে ম্যাচে অস্ট্রেলিয়ারে ২৯৫ রানে হারিয়েছিল ভারত।
অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার (India vs Australia) মাটিতে ভিনদেশি ক্রিকেটারেরা খেলতে যাওয়া মানেই চিরাচরিতভাবে ধেয়ে আসবে অস্ট্রেলীয় ক্রিকেটারজদের কুখ্যাত স্লেজিং। ভারতীয় ক্রিকেটারদেরও যা বরাবর হজম করতে হয়েছে। কখনও 'চিন মিউজিকের' হুমকি, কখনও পেসের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিংয়ের দুর্বলতা নিয়ে টিপ্পনি।
কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলীয় ক্রিকেটারদের স্লেজিং করছেন এক ভারতীয় ক্রিকেটার? তাও যিনি ভারতের জার্সিতে প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলছেন?
এমনই অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পারথে ভারতের জয়ের অন্যতম কাণ্ডারি। দ্বিতীয় ইনিংসে যশস্বীর দুরন্ত সেঞ্চুরিই ভারতকে চালকের আসনে বসিয়ে দিয়েছিল। সেই যশস্বীর স্লেজিংয়ের গল্প শুনিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লায়ন।
অজি স্পিনার জানিয়েছেন, পারথে প্রথম টেস্টে তাঁকেও স্লেজিং করতে পিছপা হননি তরুণ যশস্বী। বর্ডার-গাওস্কর ট্রফির যে ম্যাচে অস্ট্রেলিয়ারে ২৯৫ রানে হারিয়েছিল ভারত। সিরিজে ১-০ এগিয়েও গিয়েছে টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা