Weather Update: শুক্রবার বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে, কুয়াশার দাপট কোথায়?
West Bengal Weather: শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। কুয়াশার দাপট বেশি হবে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে।
কলকাতা: গুটি গুটি পায়ে পাততাড়ি গোটাচ্ছে শীত (West Bengal Weather Update)। ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। দক্ষিণবঙ্গে (South Bengal) কার্যত শীত উধাও। সকালে হালকা মাঝারি কুয়াশা। আগামীকালও বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। শনিবার আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস: শুক্রবার দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম।
বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়?
- উত্তর ২৪ পরগনা
- দক্ষিণ ২৪ পরগনা ়
- কলকাতা
- হাওড়া
- পূর্ব মেদিনীপুরে
উত্তরবঙ্গের আবহাওয়া: ফের সিকিমে তুষারপাতের সম্ভাবনা জোরালো। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। আগামীকাল দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের খুব সামান্য সম্ভাবনা। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশার দাপট বেশি হবে মালদা, দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহারে।
আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট
সূত্র: https://city.imd.gov.in/citywx/localwx.php
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
01-Feb | 20.0 | 24.0 | Generally cloudy sky with Light rain | |
02-Feb | 19.0 | 25.0 | Generally cloudy sky with Light rain | |
03-Feb | 19.0 | 27.0 | Fog/mist in the morning and mainly clear sky later | |
04-Feb | 17.0 | 26.0 | Mainly Clear sky | |
05-Feb | 19.0 | 26.0 | Partly cloudy sky | |
06-Feb | 20.0 | 27.0 | Partly cloudy sky | |
07-Feb | 19.0 | 27.0 | Mainly Clear sky |
কলকাতার আবহাওয়া: বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি বেশি। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঘের মাঝপথেই বিদায়ের পথে শীত। বৃহস্পতিবারের মতো শুক্রবারও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। যদিও পূর্বাভাস অনুযায়ী, এবছর আর জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম এরাজ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Madhyamik 2024: আগামীকাল থেকে শুরু মাধ্যমিক, একগুচ্ছ নির্দেশিকা জারি পর্ষদের