West Bengal Weather Update: উত্তরে তুমুল বৃষ্টি, দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা! স্বস্তির বৃষ্টি শুরু কবে?
Weather Update: হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। অন্যদিকে উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি চলছে। কিন্তু দক্ষিণে কবে স্বস্তি? কী বলছে আবহাওয়া দফতর?
ঝিলম করঞ্জাই, কলকাতা: হাঁসফাঁস গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ (South Bengal)। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) তুমুল বৃষ্টি চলছে। কিন্তু দক্ষিণে কবে স্বস্তি? এখনই কি কোনও সুখবর আছে? কী বলছে আবহাওয়া দফতর (The Meteorological Office)?
উত্তরে বৃষ্টি, দক্ষিণে ভ্যাপসা গরম
উত্তরবঙ্গে তুমুল বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। তীব্র তাপপ্রবাহের (Heatwave) কমলা সতর্কতা (Orange Warning) জারি করা হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি, আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা বাদ দিয়ে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ২০-৩০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে, তা চলতি সপ্তাহেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন আবহবিদরা।
কেমন থাকবে এখন আবহাওয়া?
১২ জুন অর্থাৎ আজ লাল সর্তকতা জারি হয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই জেলায়। মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আগামী শুক্রবার ১৪ জুন, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বহু এলাকায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। তাপপ্রবাহের সতর্কবার্তা আছে বাঁকুড়া , ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলিতে। বাকি জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।
বর্ষা কবে প্রবেশ করবে বঙ্গে তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার একটা ধারণা তৈরি হতে পারে। এমনই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।