Weather Update : আঁতুড়ঘরে ঘূর্ণিঝড় রেমাল? কোথায় তৈরি হবে, কোন পথে এগোবে ঝড়? আবহাওয়া দফতরের বড় বার্তা
Weather Report Of West Bengal Today : আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, 'দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ২৩ মে নিম্নচাপ হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে।'
ঝিলম করঞ্জাই, কলকাতা : কলকাতা সহ রাজ্য়ের বিভিন্ন জেলাতে কয়েকদিনের বৃষ্টিতে খানিক স্বস্তি মিললেও, ফের তাপমাত্রার পারদ উর্ধ্বমুখী। l তবে রবিবারই বৃষ্টির আশা দিয়েছে আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ঘূর্ণিঝড় 'রেমালে'র আশঙ্কার কথা। তবে আইএমডি বা আলিপুর আবহাওয়া দফতরের তরফে এই ঝড়ের গতি প্রকৃতি সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলা হয়নি। এবার 'রেমাল' সম্পর্কে কিছু তথ্য ভাগ করে নিল আবহাওয়া দফতর।
নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কতটা ?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩ মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে। ২৩ মের পর তা বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ও আন্দামান সাগরের উত্তরদিকে অবস্থান করতে পারে। শক্তি বাড়ানোর মতো সমস্ত পরিস্থিতি তৈরি হলে, পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে এটি গভীর বা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, গভীর নিম্নচাপে যদি পরিণত হয়ও, তাহলেও, পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ার আশঙ্কা যথেষ্ট কম।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, 'দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ২৩ মে নিম্নচাপ হওয়ার মাঝারি সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হলে পরবর্তী সময় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপ, ধীরে ধীরে গভীর , তারপর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে, গভীর নিম্নচাপ হলেও তা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলার সম্ভাবনা যথেষ্ট কম।'
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা
এরইমধ্য়ে শনি, রবি ও সোমবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শনিবার উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বইতে পারে দমকা হাওয়া। রবিবার পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হওয়া। সোমবার কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
শনিবারের আবহাওয়া
সপ্তাহান্তে ফের জ্বালাপোড়া গরম। তবে সোমবার স্বস্তি পাবে বাংলা। পঞ্চম দফা ভোটের দিন বৃষ্টি হবে রাজ্যজুড়ে। আজ উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কাল থেকে বদলাবে আবহাওয়া। রবিবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া বইবে। সোম ও মঙ্গলবার রাজ্যজুড়েই বৃষ্টি হবে। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার দক্ষিণ- পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন :