WB Weather Update: দক্ষিণবঙ্গে আজও তাপপ্রবাহের পূর্বাভাস! সপ্তাহশেষে স্বস্তি দেবে হালকা বৃষ্টি
Weather Forecast:আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
সঞ্চয়ন মিত্র, কলকাতা: গরমে হাঁসফাঁস অবস্থা। আজ, বুধবারও দক্ষিণবঙ্গের একাংশজুড়ে প্রবল তাপপ্রবাহের সতর্কতা। মঙ্গলবার বাঁকুড়ায় রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে প্রবল তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই এই পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
হালকা বৃষ্টির পূর্বাভাস:
পাশাপাশি, কিছুটা স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা থাকবে। বাকি জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবারই আবহাওয়ার বদল হতে পারে উপকূলের জেলাগুলিতে। আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায়। অন্যদিকে, আজ থেকেই দার্জিলিংয়ে আবহাওয়া বদল। দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। তাপমাত্রা আজ কিছুটা কম থাকলেও আগামীকাল সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ও থাকবে। শনিবার আংশিক মেঘলা আকাশ হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি।
আজ কোন জেলায় কেমন আবহাওয়া?
১৯ এপ্রিল মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ সারাদিন মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। সপ্তাহ শেষে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে মালদায়। তবে এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দু-এক পশলা বৃষ্টিসর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হুগলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৮৩ শতাংশ। সকাল থেকেই চড়া রোদের ঝলক দেখা যাবে। রোদের তেজ বজায় থাকবে আজ সারাদিন। তবে সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাও। চরম আর্দ্রতার ফলে ভ্যাপসা গুমোট গরম বজায় থাকবে আজ সারাদিন। দিনেরবেলায় প্রবল গরম এবং আর্দ্রতার কারণে ভ্যাপসা গুমোট গরম থাকবে।
আজ বুধবার, পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। দিনভর রোদের তাপ থাকবে। প্রবল গরম অনুভূত হবে জেলায়। আর্দ্রতা থাকবে কম, শুষ্ক আবহাওয়া দেখা যাবে। এদিন জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন রাতের দিকে আকাশ মেঘলা থাকবে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
আজ ১৯ এপ্রিল উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৩০ ডিগ্রি। সকালে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫১ শতাংশের আশেপাশে। বিকেলে আপেক্ষিক আর্দ্রতা ২৫ শতাংশের আশেপাশে।
আরও পড়ুন: আরও বিপাকে জীবনকৃষ্ণ! ৮টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ CBI-এর