Weather Update: সন্ধ্যা রাতে আচমকাই ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি বাঁকুড়া ও হুগলিতে ! স্বস্তি কলকাতাতেও..
Rain In Kolkata Bankura Hooghly West Bengal Weather Update : চৈত্রের চাঁদিফাটা রোদ্দুরে হাঁসফাসের মধ্য়েই সাময়িক স্বস্তি রাজ্যের একাধিক জেলায়..

সুনীত হালদার, বাপন সাঁতরা এবং পূর্ণেন্দু সিংহ, কলকাতা: চৈত্রের চাঁদিফাটা রোদ্দুরে হাঁসফাসের মধ্য়ে বঙ্গের দুই জেলায় সাময়িক স্বস্তি। খুবই সামন্য হলেও সন্ধ্যা রাতে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজল কলকাতা । তবে বাঁকুড়া শহর ও হুগলির আরামবাগে বিকেল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এদিকে শিলাবৃষ্টির জেরে চাষে ক্ষতির আশঙ্কায় কৃষকরা।
চৈত্রের শুরুতেই কালবৈশাখীর ঝড়, সঙ্গে শিলাবৃষ্টি। রবিবার বিকালের পর হুগলির গোঘাটের বিভিন্ন এলাকায় দেখা যায় এছবি। তুমুল ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টি হতে দেখা যায়। শিলাবৃষ্টির জেরে রাস্তা, মাঠ ভরে যায় সাদা চাদরে। শিলাবৃষ্টির জেরে চাষে ক্ষতির আশঙ্কা কৃষকদের। চৈত্রের অস্বস্তিকর গরম থেকে স্বস্তির বৃষ্টি উলবেরিয়াতেও। রবিবার বিকেল থেকেই হঠাৎ আকাশে মেঘ ঘনীভূত হয়। তারপর রাত ৮ টা নাগাদ ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গেই স্বস্তির বৃষ্টি হয় উলুবেড়িয়া শহরে । তীব্র গরম থেকে স্বস্তি উলুবেড়িয়াবাসীর।
প্রবল গরম ও উত্তাপ থেকে সাময়িক স্বস্তি বাঁকুড়ায়। প্রায় ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা। তাপের জ্বালা থেকে রবিবার ক্ষণিকের ঝড় ও শিলা বৃষ্টি স্বস্তি দিল বাঁকুড়াবাসীকে। রবিবাসরীয় সকাল শুরু হয় কুয়াশা দিয়ে। বেলা গড়াতেই প্রবল রোদের চোখ রাঙানি আর তাপে নাজেহাল জেলাবাসী। বিকেলের দিকে উত্তরে মেঘের সাথে ধেয়ে আসে ঝড় সাথে প্রবল শিলা বৃষ্টি। বাঁকুড়ার জয়পুর সহ বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টি ও শিলা বৃষ্টির জেরে জেলার মানুষকে খানিক স্বস্তি দিল রবিবাসরীয় বিকেলের ঝড় বৃষ্টি।
আজ সারাদিনই ছিল হট ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দফতর জানিয়েছে,বুধবার আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা সহ বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝড় বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। দুদিনের ঝড় বৃষ্টিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের।
ভিনরাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর ,মিজোরাম এবং ত্রিপুরাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশে। শুধুমাত্র বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি অরুণাচল প্রদেশ জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং উত্তরাখণ্ড ,পঞ্জাব, হিমাচল প্রদেশ, দিল্লি , রাজস্থান ,সিকিম এবং কেরালায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
