Weather Update: আকাশ ছেয়েছে কালো মেঘে, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা, হলুদ সতর্কতা..
West Bengal Weather Update: আজ ও আগামীকাল কেমন আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গে ? জুলাইয়ের শুরুতে কেমন থাকবে আবহাওয়া ?
কলকাতা: সকাল থেকেই আকাশের মুখ ভার, জেলায় জেলায়। কোথাও ঘনকালো মেঘে ছেয়েছে আকাশ। কোথাও ঠাহর করা যাচ্ছে না, সকাল না বিকেল ! যদিও পূর্বাভাস মিলিয়েই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনায়। কোথাও ইতিমধ্য়েই জমেছে বৃষ্টির জল। তবে বাসে-ট্রেনে সেই রুমাল বার করতেই হচ্ছে। কারণ দরদরিয়ে গড়াচ্ছে ঘাম। বাতাসে যে জলীয়বাস্প বাসা বেধে আছে। যাওয়ার নাম নেই। যার জেরে আর্দ্রতাজনিত অস্বস্তি ক্রমশ বেড়েই চলেছে। ঠিক এমনই সময় ফের বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Office)।
Special Bulletin on Heavy to very heavy rainfall activity over West Bengal. pic.twitter.com/8oVOfPBj1x
— IMD Kolkata (@ImdKolkata) June 29, 2024
কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?
হাওয়া অফিস জানিয়েছে, আজ ২৯ জুন শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে নদিয়া, পূর্ব বর্ধমান, দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায়। এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা ফের উত্তরবঙ্গে। পাশাপাশি মাসের শেষ দিন অর্থাৎ রবিবার ৩০ জুনও থাকছে ফের হলুদ সতর্কতা। ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা থাকছে দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। তবে পরের মাসেও ভারীর বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে। IMD কলকাতা আজ ট্যুইট করে জানিয়েছে,৩ জুলাইতে ভারী বর্ষণের হলুদ সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গে। আগামী মাসের ৩ তারিখ ভারী হওয়ার আশঙ্কা থাকছে নদিয়া ও দুই ২৪ পরগনায়।
কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
আবহাওয়া দফতর, গতকালই জানিয়েছিল, পয়লা জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গে। মূলত ১ জুলাই ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। দুই তারিখেও প্রবল বর্ষণের হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার,দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। এবং ৩ জুলাই ভারী বর্ষণের আশঙ্কা থাকছে দুই দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে।
আরও পড়ুন, মোবাইল চুরির সন্দেহে ফের পিটিয়ে 'খুন' ! বউবাজারের পর এবার সল্টলেক
প্রসঙ্গত, গত কিছুদিনের একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। কালিম্পং, সিকিম ও ভুটানে ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা, ডায়না সহ একাধিক নদী। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে জল ঢুকতে শুরু করে ডুয়ার্সের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাও গ্রামের বেশ কিছু বাড়িতে। তিস্তার জল ঢুকে যাওয়ার আশঙ্কায় ঘুম উড়ে যায় মালবাজারের ক্রান্তি ব্লকের চ্য়াংমারি ও চাপাডাঙার বেশ কিছু এলাকার বাসিন্দাদের। এদিকে প্রবল বর্ষণে গতকয়েকদিনে একাধিক জায়গায় ধস নেমে ভোগান্তি বেড়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।