Cyclone Remal Updates: আরও কাছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল', ঘনিয়ে আসছে ল্যান্ডফলের সময়, কলকাতায় তুমুল বৃষ্টি শুরু
Cyclone Remal: ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু।
![Cyclone Remal Updates: আরও কাছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল', ঘনিয়ে আসছে ল্যান্ডফলের সময়, কলকাতায় তুমুল বৃষ্টি শুরু West Bengal Weather Updates Severe Cyclone Remal Kolkata district heavy Rain Thunderstorm Forecast Cyclone Remal Updates: আরও কাছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল', ঘনিয়ে আসছে ল্যান্ডফলের সময়, কলকাতায় তুমুল বৃষ্টি শুরু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/26/aa5d803eb330cb7ccca7a56e976cd5341716715151360223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গত দেড় দশকে একের পর এক ঘূর্ণিঝড়ের (Cyclone) সাক্ষী থেকেছে বাংলা। এবার ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) দাপাদাপি। সময় যত এগোচ্ছে আরও কাছে অতিশক্তিশালী ঘূর্ণিঝড় 'রেমাল'। আবহাওয়া অফিসের তরফে জানান হয়েছে, সকাল ১১.৩০টা নাগাদ সাগর দ্বীপ থেকে রেমালের দূরত্ব ছিল ২১০ কিমি। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০৫ কিলোমিটার।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, আজ রাতেই পশ্চিমবঙ্গের সাগর ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি আছড়ে পড়তে পারে। রাত ১১ থেকে ১টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ থাকবে ১১০-১২০ কিমি। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিমি। উপকূলবর্তী এলাকায় সন্ধে থেকে ১০০-১২০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হবে বাংলাদেশের মঙ্গলার কাছে।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের আগে কলকাতা সহ গাঙ্গেয় উপকূলে বৃষ্টি শুরু হয়েছে। ঝড়ের সঙ্গে বৃষ্টিও শুরু। এদিকে, ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই গঙ্গায় জলস্তর হতে পারে ১৬ ফুটের বেশি। এর জন্য দুপুর দেড়টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত গঙ্গার ঘাটের লকগেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। দুপুর ৩টেয় গঙ্গার জলস্তর হবে সবথেকে বেশি। এই সময়ে কলকাতায় বৃষ্টি হলে জল জমার আশঙ্কা থাকছে।
আরও পড়ুন, আয়লা, আমফান, ইয়াস, এবার রেমাল, মে মাস যে কারণে ঘূর্ণিঝড় প্রবণ
এদিকে, রেমাল সতর্কতায় কলকাতায় বন্ধ থাকবে বিমান পরিষেবা। আজ বেলা ১২ থেকে সোমবার সকাল ৯ পর্যন্ত বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর । ঘূর্ণিঝড়ের সতর্কতায় ২১ ঘণ্টা বন্ধ থাকবে উড়ান পরিষেবা। বাতিল করা হয়েছে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান।
পাশাপাশি, ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই রাজ্যে প্রভাব পড়তে শুরু করেছে ট্রেন ও বিমান পরিষেবায়। আজ রাত ১১টা থেকে কাল সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)