West Bengal Weather: বদলে যাবে আবহাওয়া! কবে থেকে? রয়েছে বৃষ্টির পূর্বাভাসও
WB Weather Update:বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে।
![West Bengal Weather: বদলে যাবে আবহাওয়া! কবে থেকে? রয়েছে বৃষ্টির পূর্বাভাসও West Bengal Weather, Winter in Kolkata, weather change from Tuesday, Rain Forecast in South Bengal West Bengal Weather: বদলে যাবে আবহাওয়া! কবে থেকে? রয়েছে বৃষ্টির পূর্বাভাসও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/59d8f734888a42e73eee04f19e5f69f01706415095449385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা: ফিরল শীতের আমেজ। ফের বারোর ঘরে নামল পারদ। আজ কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কাল পর্যন্ত জাঁকিয়ে ঠান্ডা। কলকাতার মতোই অন্য জেলাগুলোতেও একইরকম ভাবে পারদ নেমেছে। আগামীকালও সেভাবে পারদ আর না নামলেও একইরকম থাকবে তাপমাত্রা। তারপর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। তারপর মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বদলাতে পারে আবহাওয়া?
এরই মধ্যে বদলে যেতে পারে আবহাওয়া। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে।
বৃষ্টির পূর্বাভাস:
বাংলাদেশে ঘূর্ণাবর্ত ও বঙ্গোপসাগরে (Bay of Bengal) আবারও উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় জানুয়ারির শেষে দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। তাপমাত্রা বাড়বে ২-৩ ডিগ্রি। বুধ ও বৃহস্পতিবার কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তার প্রভাব পড়বে শৈল শহরে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে আরও কয়েকদিন। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিল্লিও, সেখানে চলছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমেছে ৭-এর ঘরে। গোটা উত্তর ভারত শীতে জবুথবু। কলকাতাতে তাপমাত্রা বাড়লেও এখনোো পুরোপুরি বিদায় নেয়নি শীত।
গতকাল কোন জেলায় কেমন আবহাওয়া?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১২ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৪ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা |
হাওড়া | ১২ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা |
কলকাতা | ১২ ডিগ্রি, ৬৬% আর্দ্রতা |
হুগলি | ১২ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পুরুলিয়া | ১১ ডিগ্রি, ৫৮% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১৩ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১২ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা |
বাঁকুড়া | ১১ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১১ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১১ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
বীরভূম | ১২ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১২ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা |
নদিয়া | ১২ ডিগ্রি, ৬০% আর্দ্রতা |
শৈত্যপ্রবাহ পরিস্থিতি রয়েছে উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে। কুয়াশার সঙ্গে সঙ্গে কোল্ড ডে এবং কোল্ড ওয়েভের পরিস্থিতি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় ও রাজস্থানে। বিহারেও কোল্ড ডে পরিস্থিতিই থাকবে।
আরও পড়ুন: ৫ দিনের জেলা সফরে মুখ্য়মন্ত্রী, আজই পৌঁছবেন হাসিমারা, তারপর কোথায় যাবেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)