Weather Today: আজ বিকেলেই আবহাওয়ায় বড় বদল, কোন কোন জেলায় ফের শীতের দাপট? বড় আপডেট
Winter Forecast:আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ থেকেই হাওয়া বদল হবে। কাল থেকে বাড়বে উত্তুরে হওয়ার দাপট।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: উত্তুরে হাওয়ায় ফের আসবে শীত। শনিবার বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন। ২৬ শে জানুয়ারি থেকে নামবে পারদ। মঙ্গলবার এর মধ্যে তাপমাত্রা ফের কমবে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই।
এদিকে, ঘন কুয়াশার সতর্কতাও রয়েছে। নয় জেলায় কুয়াশার দাপট রয়েছে সকালে। বেশকিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নামতে পারে। বেলার দিকে পরিষ্কার আকাশ। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ২৯ জানুয়ারি। জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে। আসাম ও আন্দামান সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে শনিবার সকাল থেকে ঘন কুয়াশার দাপট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতে। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে। কলকাতা-সহ অন্য জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আগামীকাল থেকে কুয়াশা অনেকটা কমবে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আজ থেকেই হাওয়া বদল হবে। কাল থেকে বাড়বে উত্তুরে হওয়ার দাপট। কুয়াশার কারণে দু এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি। পশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই উত্তুরে হাওয়া বইবে। তবে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই। তবে শীতের আমেজ থাকবে। শীতের আমেজ বাড়বে রবিবার থেকে । পারদ ফের নিম্নমুখী হতে পারে রবিবার। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। ফের সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে।
উত্তরবঙ্গে আজ চার জেলায় কুয়াশার দাপট। দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কতা। রবিবারেও সকালে ঘন কুয়াশার সতর্কতা কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামীকাল ২৬ জানুয়ারি থেকে তাপমাত্রা ফের নামবে। মঙ্গল পর্যন্ত তাপমাত্রা নামবে তারপর ফের উর্ধ্বমুখী হতে পারে পারদ। মঙ্গলবারে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলায়। বুধবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। তার প্রভাবে আবার সপ্তাহের শেষে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গে।
কলকাতায় সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে। আরো একটু বাড়ল রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের চার ডিগ্রি উপরে। আজ বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন। ফের বইবে উত্তুরে হাওয়া। রবিবার থেকে আবার তাপমাত্রার নিম্নমুখী পারদ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতুর।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৭ থেকে ৯৫ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















