Women Protest: 'মেয়েরা রাত দখল করো,' আজ রাজ্যজুড়ে জমায়েতের ডাক
West Bengal News: নীলচে কালো অন্ধকারে দৃঢ় হয়ে উঠেছে মুষ্টিবদ্ধ হাতটা। রক্ত-রাঙা সেই হাতে জ্বলজ্বল করছে একটা কাস্তে।
কলকাতা: স্বাধীনতার মধ্য়রাতে, নারী স্বাধীনতার ডাক। আর জি কর কাণ্ডের (R G Kar Protest) প্রতিবাদে বুধবার ঠিক রাত ১২টা বাজতে পাঁচে, রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, The Night Is Ours.. আহ্বানকারীদের দাবি একটাই 'জাস্টিস ফর আর জি কর।'
রাজ্য়জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা: নীলচে কালো অন্ধকারে দৃঢ় হয়ে উঠেছে মুষ্টিবদ্ধ হাতটা। রক্ত-রাঙা সেই হাতে জ্বলজ্বল করছে একটা কাস্তে। যেন রাতের অন্ধকার চিড়ে জেগে উঠছে সেই শানিত হাতিয়ার। এবার, রাতের দখল নিচ্ছে মেয়েরা। আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠিন-কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র। এই ইস্য়ুতে এবার, প্রাক-স্বাধীনতার রাতে, রাজ্য়জুড়ে বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে।যে রাতে ভারত স্বাধীন হয়েছিল, এবার সেই রাতেই নারী স্বাধীনতার ডাক। বুধবার, ঠিক রাত ১১.৫৫-এ রাজ্য়ের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি ডাকা হয়েছে।
বৃহস্পতিবার মধ্য়রাতে আরজি কর হাসপাতালে ঘটে যায় নারকীয় সেই ঘটনা। ডাক্তার, যিনি কিনা অন্য়ের প্রাণ বাঁচান। সেই তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি। যেখানে রোগী আরোগ্য়ের জন্য় যান, সেখানেই পাশবিক অত্য়াচারের ঘটনা ঘটে। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে নারী নিরাপত্তা। আতঙ্কিত হয়ে পড়েছেন বহু মহিলাই। এই পরিস্থিতিতে, সোশ্য়াল মিডিয়ায় একটি জমায়েতের ডাক দেওয়া হয়, 'মেয়েরা রাত দখল করো...The Night Is Ours।' প্রথমে যাদবপুর, অ্য়াকাডেমি ও কলেজ স্ট্রিট এই তিন জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু এখন আর সেই আহ্বান কলকাতায় সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে জলপাইগুড়ি। সোশ্য়াল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় এই আহ্বান। তাতে সাড়া দেন লক্ষ লক্ষ মানুষ। পুরুষ-মহিলা, নবীন-প্রবীণ নির্বিশেষে। তাতে সাড়া দেন তারকারাও। রিপোস্ট করেন। আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।