Durgapur: রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দুর্গাপুরের সিধো কানহো ইন্ডোর স্টেডিয়াম
Durgapur: স্টেডিয়াম সংস্কার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত পুরসভার দিকে আঙুল তুলেছে বিরোধীরা। বর্ষা পার হলেই সংস্কার, আশ্বাস দুর্গাপুর পুরসভার।
মনোজ বন্দ্যোপাধ্য়ায়, দুর্গাপুর: রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দুর্গাপুরের সিধো কানহো ইন্ডোর স্টেডিয়াম। কোটি টাকার খেলার সরঞ্জাম নষ্ট হচ্ছে বলে অভিযোগ। স্টেডিয়াম সংস্কার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। তৃণমূল পরিচালিত পুরসভার দিকে আঙুল তুলেছে বিরোধীরা। বর্ষা পার হলেই সংস্কার, আশ্বাস দুর্গাপুর পুরসভার।
ছাদ চুইঁয়ে পড়ে জল। সেই জলে ভিজে একশা সেগুন কাঠের ম্যাট, খেলার সরঞ্জাম। নষ্ট কোটি টাকার ক্রীড়া সরঞ্জাম। দর্শক আসনের ওপরেও জল পড়ে। এই পরিস্থিতি দুর্গাপুরের সিধো কানহো ইন্ডোর স্টেডিয়ামের। বাম জমানায় ৩০ বছর আগে, এই স্টেডিয়ামের উদ্বোধন করেন তত্কালীন পুর ও নগরোন্নয়নমন্ত্রী প্রশান্ত শূর। এই স্টেডিয়ামে রাজ্য বা জাতীয় স্তরের ব্যাডমিন্টন, টেবল টেনিস খেলা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে কোটি টাকার ক্রীড়া সরঞ্জামও নষ্ট হচ্ছে বলে অভিযোগ। পশ্চিম বর্ধমানের টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক দীনেশ বন্দ্যোপাধ্যায় বলেন, 'জল পড়ে ম্যাট নষ্ট হচ্ছে। রক্ষণাবেক্ষণ না হলে জাতীয় স্তরের প্রতিষোগিতা হবে না।' ব্যাডমিন্টন প্রশিক্ষক সঞ্জীব কুণ্ডু বলেন, 'অনুশীলনে সমস্যা হচ্ছে। খেলতে অসুবিধা, বেঙ্গলে যারা খেলে তাদের প্র্যাক্টিসে অসুবিধা হচ্ছে। তাই এই স্টেডিয়ামের ঠিকঠাক পরিচর্যা না হলে তাহলে যারা যারা অনুশীলন করে তাঁদেরই সমস্যা।'
স্টেডিয়াম সংস্কার নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে বিরোধীরা। পশ্চিম বর্ধমান জেলা কমিটি সিপিএম সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, '৩০ বছর আগে তৈরি হয়। কিন্তু এই জমানায় রক্ষণাবেক্ষণ হয়নি। নামমাত্র কাজ হয়েছে।'
এই পরিস্থিতিতে স্টেডিয়াম দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে দুর্গাপুর পুর কর্তৃপক্ষ। দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অবস্থী বলেন, 'নতুন জামা আর ছেঁড়া জামা রিফু করা এক নয়।টেন্ডার প্রক্রিয়া চলছে। তবে এই মুহূর্তে ভীষণ বর্ষা হচ্ছে। এই বর্ষা পার হলেই সংস্কারের কাজ শুরু হবে।'
আরও পড়ুন: কোচবিহারে খোলা হল পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট
স্টেডিয়াম সংস্কারে তরজা