West Burdwan News: তৃণমূলকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ তোপ মীনাক্ষার, পাল্টা কটাক্ষ শাসক দলের
West Burdwan News Update:তৃণমূলকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ তোপ মীনাক্ষীর। নিজের দলের দিকে তাকান, পাল্টা তৃণমূল। আসানসোল পুরভোটে বামেদের প্রচারে একেবারে সামনের সারিতে থাকছেন মীনাক্ষী মুখোপাধ্যায়।
কৌশিক গাঁতাইত, আসানসোল: আসানসোলে (Asansol) পুরভোটের (Municipal Election 2022) প্রচারে দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা বামেদের (Left)। মীনাক্ষী মুখোপাধ্যায়ের অভিযোগ, দুর্নীতিতে ডুবে আছে তৃণমূল। ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও পরিচ্ছন্ন হবে না। আগে নিজের দলের দিকে তাকান। ডিওয়াইএফআই (DYFI) রাজ্যে সম্পাদককে পাল্টা জবাব দিল তৃণমূল।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “তৃণমূল যতই ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন করুক, গালে মাখা ছেড়ে দিন, রুটিতে মাখিয়ে খেলেও এদের কালো রং ফর্সা হবে না। যে দুর্নীতিতে তৃণমূল আসানসোলে ডুবে আছে।’’ পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, “তোমাদের লোকেদের আগে শাইনিং কর। আমরা রুলিং পার্টি ফেয়ার অ্যান্ড লাভলি আছি আমরা এমনই।’’
তৃণমূলকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ তোপ মীনাক্ষীর। নিজের দলের দিকে তাকান, পাল্টা তৃণমূল। আসানসোল পুরভোটে বামেদের প্রচারে একেবারে সামনের সারিতে থাকছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রচারে ফাকেই দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করেছেন, সিপিএমের যুব সংগঠন DYFI- এর রাজ্য সম্পাদক। মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথায়, “আজ আর গর্ব হয় না লজ্জা হয়, আসানসোল পুরসভার মধ্যে বাস করি। দুয়ারে সরকারের হোর্ডিং লাগল। এর উদ্দেশ্য হল আমার রং কালো, আমাকে ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন করতে হবে।‘’মীনাক্ষী আগে নিজের দলের দিকে দেখুন। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। কটাক্ষের সুরে ভি শিবদাসন দাশু বলেন, “কেন তোমার পার্টির কোনও বিধায়ক জিততে পারিনি। এটা দেখ। নিজের পার্টিকে দেখো। তোমার পার্টির ইতিহাস আগে দেখে তৃণমূলকে আক্রমণ করো। তোমার পরিণত হওয়ার সময় আছে।’’
দুর্নীতি ইস্যুতে বাম-তৃণমূলকে একই বন্ধনীতে ফেলে আক্রমণ করেছে বিজেপি।কুলটি ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি অমিত গড়াইয়ের কথায়, “মানুষ সিপিএমকে ৩৪ বছর দেখে নিয়েছে, তৃণমূলকেও দেখছে। ওদের মুখে এধরনের কথা শোভা পায় না।’’
আরও পড়ুন: Mamata Banerjee: ‘এসপি কোথায়? লুকিয়ে আছে? পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ধমক মুখ্যমন্ত্রীর