West Burdwan: তৃণমূল নেতার প্রয়াত মায়ের স্মৃতিতে টুর্নামেন্টের আয়োজন পুলিশের! তুঙ্গে বিতর্ক
Police: পুলিশ আয়োজিত এই টুর্নামেন্টের নাম, বাসন্তীদেবী স্মৃতি কাপ। যা কিনা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি, নরেন্দ্রনাথ চক্রবর্তীর মা, প্রয়াত বাসন্তী দেবীর স্মরণে আয়োজিত হয়েছে।
মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, পশ্চিম বর্ধমান: তৃণমূল বিধায়কের (TMC) মায়ের স্মৃতির উদ্দেশে পুলিশের আয়োজিত টুর্নামেন্ট! অন্ডাল ট্রাফিক পুলিশের ফুটবল প্রতিযোগিতা নিয়ে তুঙ্গে বিতর্ক। কড়া আক্রমণ শানিয়েছে বিরোধীরা। অহেতুক রাজনীতি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ঘটনার সঙ্গে কোনওরকমভাবেই রাজনীতি জড়িত নয়, বক্তব্য় পুলিশের।
মহিলাদের ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল ট্রাফিক পুলিশ (Ondal Traffic Police)। এ-পর্যন্ত সবই স্বাভাবিক। কিন্তু বিতর্ক বেঁধেছে অন্য় একটি বিষয় নিয়ে। রবিবার, অন্ডালের উখরা ফুটবল ময়দানে, পুলিশ আয়োজিত এই টুর্নামেন্টের নাম, বাসন্তীদেবী স্মৃতি কাপ। যা কিনা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের জেলা সভাপতি, নরেন্দ্রনাথ চক্রবর্তীর মা, প্রয়াত বাসন্তী দেবীর স্মরণে আয়োজিত হয়েছে। আর এনিয়েই তুঙ্গে বিতর্ক। পুলিশের আয়োজিত টুর্নামেন্ট কেন তৃণমূল বিধায়কের মায়ের স্মৃতির উদ্দেশে হবে? এই প্রশ্নই তুলেছে বিরোধীরা।
পশ্চিম বর্ধমানের বিজেপি (BJP) সম্পাদক ত্রিদিব চক্রবর্তীর অভিযোগ, এখানে শাসকের আইন চলছে। নেতাকে সন্তুষ্ট করতে প্রশাসন আয়োজন করছে। প্রশাসন ভুলে গেছে সরকারি প্রোগ্রাম না তৃণমূলের প্রোগ্রাম।
পশ্চিম বর্ধমানের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের কথায়, অহেতুক খেলাধুলার মতো একটা মুক্ত অনুষ্ঠানকে রাজনীতির মোড়কে মুড়তে চাইছে বিরোধী দলগুলি।বিরোধীরা বলছে শাসকের তোষণের রাজনীতি করছে পুলিশ এটা খুব খারাপ লাগার ছবি।
অন্ডাল ট্রাফিক পুলিশের আধিকারিক মহম্মদ আলি বলছেন, এর মধ্যে কোনও রাজনীতি নেই, আসানসোল (Asansol) দুর্গাপুর পুলিশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে এই ধরণের কর্মসূচী চলবে'। পুলিশ সাফাই দিলেও, এনিয়ে বিতর্ক থামার ইঙ্গিত নেই।
আরও পড়ুন: Dhupguri Poll 2023: 'ভোটারদের স্লিপ দিচ্ছে রাজ্য পুলিশ', বিধিভঙ্গের অভিযোগ BJP প্রার্থী তাপসী রায়ের