West Midnapore: নয়াচরকে হলদিয়া পুরসভার অন্তর্ভূক্ত করতে চেয়ে প্রস্তাব সরকারকে
West Midnapore: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নয়াচরে ফিসিং হাব করতে হবে। পূর্ব মেদিনীপুরের নয়াচরের উন্নয়নে বৃহস্পতিবার হাওড়ার প্রসাসনিক বৈঠক থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।
পূর্ব মেদিনীপুর: নয়াচরকে হলদিয়া পুরসভার অন্তর্ভূক্ত করতে চেয়ে প্রস্তাব দেওয়া হল সরকারকে। এই প্রস্তাব দিয়েছে তৃণমূল পরিচালিত হলদিয়া পুরসভা। এতে নয়াচরের বাসিন্দারা খুশি হলেও রাজ্যের শাসকদলকে সমালোচনা করতে ছাড়েনি বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নয়াচরে ফিসিং হাব করতে হবে। পূর্ব মেদিনীপুরের নয়াচরের উন্নয়নে বৃহস্পতিবার হাওড়ার প্রসাসনিক বৈঠক থেকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
তার আগেই অবশ্য নয়াচরকে হলদিয়া পুরসভার অন্তর্ভূক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। হলদিয়া পুরসভাই এই প্রস্তাব দিয়েছে। হলদিয়ার অদূরে হুগলি নদীর মোহনা ও হলদি নদীর পাড়ে গড়ে ওঠা নয়াচরে সাড়ে ৫ হাজার মানুষের বসবাস।
কিন্তু বাসিন্দাদের অভিযোগ, নয়াচরে পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা নেই। ভাল রাস্তাঘাট, নিকাশির অভাব। নেই শিক্ষা বা স্বাস্থ্যকেন্দ্রও। এসব নিয়ে বাসিন্দাদের দাবি দীর্ঘদিনের। এই প্রেক্ষিতে পরিস্থিতি খতিয়ে দেখতে কয়েক দিন আগে নয়াচরে যান হলদিয়া পুরসভার চেয়ারম্যান ও হলদিয়ার মহকুমা শাসক।
পুরসভার এই উদ্যোগে খুশি নয়াচরের বাসিন্দারাও। তবে হলদিয়া পুরসভার এই উদ্যোগ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নয়াচর পুরসভায় আওতায় আনার উদ্যোগ নিয়ে তৃণমূল-বিজেপি তরজা। তমলুকের বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়েক বলেন, ''নয়াচরে ভেড়ির দখল তৃণমূল নেতাদের দেওয়ার জন্য এই পরিকল্পনা করা হয়েছে।''
আগামী বছর হলদিয়া পুরসভার মেয়াদ শেষ হবে। তারপর নির্বাচন হওয়ার কথা। হলদিয়া পুরভোটের আগেই কি নয়াচরকে অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া সম্পন্ন হবে? প্রশ্ন বাসিন্দাদের মনে। নয়াচরে নতুন ভাবনা
এদিকে গত ১৬ নভেম্বর ভোররাতে ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের ঘাটাল রানির বাজার এলাকায় ঘটে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি। ঘটনায় মৃত্যু হয়েছে ১ বাইক চালকের, আহত ২ জন। ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠায় ঘাটাল থানার পুলিশ। মৃত বাইক চালকের নাম শুভ জানা। ২৮ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি দাসপুর থানা এলাকায়। আহত দুই ব্যক্তির নাম সুমন চক্রবর্তী ও অংশুমান বেড়া। সুমন চক্রবর্তীর বাড়ি দাসপুর থানা এলাকায় এবং অংশুমান বেড়ার বাড়ি ঘাটাল থানার এলাকায়।