![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
West Midnapore: আবাস ও ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গড়বেতায় কেন্দ্রীয় দল
গতকাল গড়বেতার ৬ নম্বর শঙ্করকাটা গ্রাম পঞ্চায়েতের সুকনাতোড় গ্রামে তদন্তে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় দল।
![West Midnapore: আবাস ও ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গড়বেতায় কেন্দ্রীয় দল West Midnapore Central team visited to look into allegations of corruption in awas yojana and 100 days work scheme and face protest West Midnapore: আবাস ও ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে গড়বেতায় কেন্দ্রীয় দল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/02/01b0bf1c7375d09c7c4b1a9fa54971051675329659071176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পশ্চিম মেদিনীপুর: আবাস (Awas Yojana) ও ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ফের পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) গড়বেতায় গেল কেন্দ্রীয় দল । গড়বেতা ৩ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত ৮ নম্বর নলবোনা গ্রাম পঞ্চায়েত অফিসে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা (Central Team)। গতকাল গড়বেতার ৬ নম্বর শঙ্করকাটা গ্রাম পঞ্চায়েতের সুকনাতোড় গ্রামে তদন্তে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে কেন্দ্রীয় দল । ১০০ দিনের কাজের টাকা কবে মিলবে, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় ।
একাধিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল । দফায় দফায় বিভিন্ন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন তাঁরা । গত ৩১ জানুয়ারি মিড ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরে পৌঁছয় কেন্দ্রীয় দল । ডেবরার ধামতোড় বিল্বশ্বর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিলের কর্মীদের সঙ্গে কথা বলছেন তাঁরা। শিক্ষক ও পড়ুয়াদের সঙ্গেও কথা বলছেন কেন্দ্রীয় প্রতিনিধিরা । সম্প্রতি বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল এডুকেশন কমিশনার ও মিড ডে মিলের প্রজেক্ট ডিরেক্টরের সঙ্গে বৈঠক করে ১১ জনের প্রতিনিধি দল । তাঁরা জানান, পাবলিক ডোমেনে যেসব তথ্য রয়েছে সেগুলিই পেয়েছেন তাঁরা ।
অনুসন্ধান চালিয়ে বাকি পরিসংখ্যান তাঁরা তৈরি করবেন । বৈঠক শেষে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) একটি স্কুলে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তাঁরা। মিড ডে মিল নিয়ে খোঁজ খবর নেন । বিকাশ ভবনে বৈঠকের পর, সে দিন রাজ্য সরকারের ঠিক করা দুই ২৪ পরগনার তিনটি স্কুল ঘুরে দেখে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। কেন্দ্রীয় প্রতিনিধিদলের সফরের নেপথ্যে, প্রতিহিংসার রাজনীতি দেখছে তৃণমূল ।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় পরিদর্শকের সামনে ধরা পড়ল একের পর এক দুর্নীতি! পূর্ব মেদিনীপুরের (East Midnapore) মহিষাদলে কোথাও পাকা বাড়ি থাকতেও, পাশের কুঁড়ে ঘর দেখানোর অভিযোগ উঠল ! আবার কোথাও পাকা বাড়ি লুকোতে নিজের মেয়েকে জা বলে পরিচয় দিলেন মা। কার্যত ভর্ৎসনার মুখে পড়তে হল বিডিও ও নির্মাণ সহায়ককে !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)