অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : দুর্গাপুজোর নবমীর রাত। একদিকে যখন মানুষরা উৎসবের আনন্দে মেতে রয়েছেন, অন্যদিকে তখন ডিউটি চালাকালীন এক সিভিক ভলেন্টিয়ারকে (Civic Volunteer) বেধড়ক মারধর করে তার বাইক ও মোবাইল ছিনতাই করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। 


আরও পড়ুন - West Midnapore: ঘাটালে বাইকে চড়ে পুজো দেখতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত ১


আরও পড়ুন - Durga Puja 2021: মহিষাদলের ঘাঘরা গ্রামে গুড়িয়া বাড়ির নবমী পুজোয় শুভেন্দু অধিকারী


ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুর্গাপুজোর মহানবমীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার কাঁথি বাইপাস সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেদলার বাইপাস সংলগ্ন এলাকাতেই ডিউটি করছিলেন এক সিভিক ভলেন্টিয়ার। ডিউটি করার সময় হঠাৎই তিনি মাথায় চোট পান। বুঝতে পারেন, পিছন থেকে কেউ তাঁর মাথায় গুরুতর আঘাত করেছে। এরপরই ওই সিভিক ভলেন্টিয়ারে কাছ থেকে মোবাইল ফোন এবং বাইক ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। মাথার পিছনে গুরুতর চোট লাগে তাঁর। গুরুতর আহত অবস্থায় ওই সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করতে হয়। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।


আরও পড়ুন - Durga Puja 2021: ঐতিহ্য ও সাবেকিয়ানার মিশেল সবংয়ের ভুঁইয়া বাড়ির পুজোয়


আরও পড়ুন - Durga Puja 2021: সম্প্রীতির মেলবন্ধনে দীর্ঘদিন ধরে পূজিত নন্দকুমারের মা বর্গেশ্বরী দেবী


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছিনতাইবাজদের কবলে সিভিক ভলেন্টিয়ার পড়ে আহত হওয়ার ঘটনা ঘটার পরই দুষ্কৃতীদের খোঁজে রাতে ৬০ নম্বর জাতীয় সড়কে তল্লাশি শুরু করে বেলদা থানার পুলিশ। জানা গিয়েছে, ছিনতাইকারীরা ওই সিভিক ভলেন্টিয়ারের মোবাইল ফোনটি ফেলে দিয়ে গিয়েছে ঘটনাস্থলে।


আরও পড়ুন - West Midnapore: প্রধানমন্ত্রীর কৃষক দরদী ভাবমূর্তি তুলে ধরে খড়গপুরে চিঠি বিলি দিলীপ ঘোষের, কটাক্ষ তৃণমূলের


আরও পড়ুন - Migrant Labor : জমানো টাকায় বন্যায় ভাঙা ঘর সারাবেন, নাকি ব্যবসা করবেন? পটাশপুরের বিপাকে প্রায় ২০ হাজার পরিযায়ী