Durgapur: দুর্গাপুরে সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ ট্রাক্টর ও লরির, আহত চালক, খালাসি
দুর্গাপুর (Durgapur) গাঁধী মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। জানা গেছে আসানসোলগামী সার্ভিস রোডে একটি ইট বোঝাই ট্রাক্টরের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে।
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ২ নম্বর জাতীয় সড়ক এ দুর্ঘটনায় আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর (Durgapur) গাঁধী মোড় সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। জানা গেছে আসানসোলগামী (Asansole) সার্ভিস রোডে একটি ইট বোঝাই ট্রাক্টরের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি ধাক্কা মারে। দুর্ঘটনায় ট্রাক্টরের থাকা ইটবোঝাই ট্রেলার রাস্তার উপরে উল্টে যায়। ট্রাক্টরের চালক ও খালাসি প্রাণে বেঁচে গেলেও তাঁরা অল্পবিস্তর আহত হন।
গুরুতর আহত হয় লরি চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত লরি চালক ও ট্রাক্টর এর চালক ও খালাসী কে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার জেরে দু নম্বর জাতীয় সড়কের আসানসোল গামী সার্ভিস রোডে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত লরি এবং ট্রাক্টরটি অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
পথ দুর্ঘটনার ছবি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারবার খবরে এসেছে। এদিনও ঠিক তেমনই ভেসে এল পথ দুর্ঘটনার খবর দুর্গাপুর থেকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও এই রাস্তায় পথ দুর্ঘটনা হয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলতে হয় এলাকাবাসীকেও। এছাড়া বড় বড় লরি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে প্রবল বেগে চলে, যা অনেকবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি।
চাঁদা ও জরিমানা দিতে না পারায় বৃদ্ধাকে সামাজিক বয়কট-
গ্রামের সংকীর্তন উপলক্ষে প্রত্যেক পরিবারের মতো তাঁরও চাঁদা ধার্য হয়েছিল পাঁচশো টাকা। কিন্তু সেই টাকা দিতে পারেননি নিঃসন্তান বিধবা। আর সেই অপরাধেই তাঁকে একঘরে করার অভিযোগ উঠল গ্রাম ষোল আনা কমিটির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) কোদালিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংকীর্তন উপলক্ষে গ্রামের আর পাঁচটা পরিবারের মতো তাঁরও চাঁদা ধার্য হয়েছিল পাঁচশো টাকা। কিন্তু সেই টাকা দিতে পারেননি নিঃসন্তান বিধবা। দুশো টাকা চাঁদা দিতে গেলে গ্রামবাসীদের সাথে বচসা বাধে তাঁর। সেই বচসার অপরাধে নিঃসন্তান ওই বিধবার জরিমানা ধার্য হয় দশ হাজার টাকা। সেই জরিমানাও দিতে না পারায় এবার নিঃসন্তান ওই বিধবা সত্তোর্ধ্ব মহিলাকে সামাজিক বয়কটের অভিযোগ উঠল গ্রাম ষোল আনা কমিটির বিরুদ্ধে। অভিযোগ উঠেছে যে এই ঘটনায় ওই মহিলার এক আত্মীয়কেও একঘরে করা হয়। বাঁকুড়ার বেলিয়াতোড় থানার কোদালিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।