West Midnapore: শালবনীতে ল্যান্ডমাইন আতঙ্ক, এলাকা ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ
Weat Midnapore: এদিন রঞ্জা গ্রামে একটি কালভার্টের পাশে ধাতব বস্তুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকা ঘিরে রেখেছে শালবনি থানার পুলিশ। এলাকায় পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: সন্দেহজনক ধাতব বস্তু ঘিরে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ল্যান্ডমাইন আতঙ্ক। এদিন রঞ্জা গ্রামে একটি কালভার্টের পাশে ধাতব বস্তুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এলাকা ঘিরে রেখেছে শালবনি থানার পুলিশ। এলাকায় পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ল্যান্ডমাইন কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার।
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ল্যান্ডমাইন আতঙ্ক। সন্দেহজনক ধাতব বস্তু ঘিরে আতঙ্ক। একটি কালভার্টের পাশে ধাতব বস্তুটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা
এলাকায় পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এলাকা ঘিরে চলছে বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ।
এদিন সকালে সেখানকার পিচ রাস্তার কালভার্টের নিচে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁদের আশঙ্কা, সেখানে ল্যান্ডমাইন রাখা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লম্বাটে পাইপের মতো বস্তু পড়ে রয়েছে রয়েছে কালভার্টের নিচে। সেখান থেকে দু’টি তার বেরিয়ে রয়েছে।
এদিকে, গতকাল লালগড়ে (lalgarh) ফের পড়ল মাওবাদী পোস্টার। পিএলজিএ এবং সিপিআই মাওবাদীর নামে লাল কালিতে পোষ্টার গুলি দেখতে পাওয়া যায় এলাকায়। সূত্রের খবর, লালগড় থানা থেকে মাত্র ৪ থেকে ৫ কিলোমিটার দূরে রাস্তার ওপর দেখতে পাওয়া যায় পোস্টারগুলো। থানার এত কাছে পোষ্টের পড়ায় খুব স্বাভাবিক ভাবেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। যদিও এই ব্যাপারে কেউ মুখ খুলতে নারাজ।
আদিবাসীদের জল, জঙ্গল, জমির অধিকারের দাবিতে যুব সমাজকে জনযুদ্ধে সামিল হওয়ার ডাক দেওয়া হয়েছে সেই পোস্টার গুলোতে, এমনই জানা গিয়েছে। এছাড়াও বর্তমান শাসক দলের দুর্নীতি নিয়েও পোস্টারে লেখা হয়েছে। তাছাড়া শাসক দলের অনেক দুর্নীতিগ্রস্ত নেতাদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে সেই পোস্টারের মাধ্যমে। এর আগেও এলাকায় সিপিআই মাওবাদীদের নামে পোস্টার দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু এই প্রথমবার পিএলজিএর নামে পোস্টার পড়ল এলাকায়। যা নিয়ে রীতিমতো শঙ্কিত পুলিশ ও গোয়েন্দা বিভাগও।