Kharagpur News: খড়গপুরে দাপিয়ে বেড়াচ্ছে দাঁতালের দল ! আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের
Kharagpur Elephant Attacked: খড়গপুর শহরে দাপিয়ে বেড়াচ্ছে ১০টি হাতির পাল !
পশ্চিম মেদিনীপুর: খড়গপুরে হাতির হানায় আতঙ্ক। খড়গপুর শহরে দাপিয়ে বেড়াচ্ছে ১০টি হাতির পাল ! হাতি তাড়াতে এলাকায় ঘুরছেন বন দফতরের কর্মীরা। হাতি তাড়াতে নামানো হল হুলা পার্টি। এখন খড়গপুরের ২৭ নং ওয়ার্ডের চাঁদমারি ময়দানের জঙ্গলে রয়েছে হাতির দল।
সম্প্রতি জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে হাতির হামলায় আহত হয়েছিলেন তিনজন গ্রামবাসী। সূত্রের খবর, ফসল বাঁচাতে ধান জামি পাহার দিচ্ছিলেন তিনজন, সেই সময় ঢুকে পড়ে ৭টি হাতি। গ্রামবাসীরা হাতি তাড়ানোর চেষ্টা করতেই সমস্যা তৈরি হয়। তিনজনকে শুঁড়ে তুলে আছাড় মারে হাতির দল। আক্রমণ এতটাই মারাত্মক ছিল তিনজনকেই গুরুতর আহত অবস্থায় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করতে হয়। হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করেন বনকর্মীরা।
কিছুদিন আগে রেলের লোকো-পাইলটদ্বয়ের তৎপরতায় হাতির দলের সঙ্গে সংঘর্ষ এড়াল প্যাসেঞ্জার ট্রেন। ঘটনাটি ঘটেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত রেলের হাসিমারা-মাদারিহাট স্টেশনের মাঝে।জানা যায়, জলদাপাড়া জাতীয় উদ্যান ভেদ করে যাওয়া ডাউন ধুবড়ি-শিলিগুড়ি প্যাসেঞ্জার ট্রেনের সামনেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। জানা যায়, ট্রেনের লোকো পাইলটদ্বয় লক্ষ্য করেন ইঞ্জিন থেকে পায় ৭০ মিটার দূরে ট্র্যাকের পাশেই হাতির দল। তৎক্ষনাৎ ইঞ্জিনের ব্রেক কষে দাড় করিয়ে দিতে সক্ষম হয়েছিলেন তারা।
এরপরেই দেখা যায়, ট্র্যাকের বাপাশে থাকা পূর্ণ বয়ষ্ক একটি স্ত্রী হাতি ও তার দুই শাবককে নিয়ে উঠে আসে ট্র্যাকে। তারপরে একে একে ট্র্যাকে উঠে আসে দলের বাকি হাতিরাও । প্রায় সাড়ে ৩ মিনিট রেল ট্র্যাকের উপর রাজত্ব চালিয়ে ধীরে ধীরে তাঁরা ট্র্যাক পেরিয়ে ডান পাশের জঙ্গলে প্রবেশ করলে স্বাভাবিক হয়েছিল ট্রেন যাত্রা।
অতীতে একাধিকবার এমন ঘটনা ঘটেছে। কখনও আহত হয়েছে, কখনও মৃত্যু হয়েছে হাতির। একুশ সালে আলিপুরদুয়ারে হঠাৎ রেললাইনে এভাবেই দেখতে পাওয়া গিয়েছিল হাতিকে। সেবারও চালকের তৎপরতায় রক্ষা হয়। নাগরাকাটা থেকে চালসা যাওয়ার পথে বাচ্চা-সহ রেললাইনে চলে আসে দুটি পূর্ণবয়স্ক হাতি। দেখতে পেয়েই ট্রেন থামিয়ে দিয়েছিলেন চালক। হাতি নিরাপদে রেললাইন পেরনোর পর ফের ট্রেন ছেড়েছিলেন চালক।
আরও পড়ুন, শিলিগুড়িতে জাল আধার কার্ড বানিয়ে শ্রীঘরে ঠাঁই ! কীভাবে পর্দাফাঁস ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।