Siliguri News: শিলিগুড়িতে জাল আধার কার্ড বানিয়ে শ্রীঘরে ঠাঁই ! কীভাবে পর্দাফাঁস ?
Siliguri Fake Aadhar Card: জাল আধার কার্ড চক্রের প্ল্যান চৌপাট করল পুলিশ ...
সনৎ ঝা, শিলিগুড়ি: জাল আধার কার্ড চক্রে গ্রেফতার বেড়ে ৩। খড়িবাড়ির বাতাসীতে জাল আধার চক্রে গত বৃহস্পতিবার হানা দিয়ে সোনাই সরকারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে এবার আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ।
ভুরিভুরি ভুয়ো কাণ্ড
জলপাইগুড়ি থেকে প্রদীপ রায় ও অজয় প্রসাদ রায়কে গ্রেফতার করল খড়িবাড়ি পুলিশ। জাল আধার করতে সোনাইয়ের সহায়তা করত এই ২ ধৃতরা। বাংলাদেশী নাগরিকদের পরিচয়পত্র করার ক্ষেত্রে এরা কাজ করত কিনা ? তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত সোনাই গতবছর ফাঁসিদেওয়া এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতারের ঘটনায় জাল নথিপত্র করার অভিযোগে গ্রেফতার হন। জাল এই আধার চক্রে আরো কতজন রয়েছে কীভাবে এই চক্র চলত তার তদন্তে পুলিশ। উল্লেখ্য, আধার কার্ডে থাকা QR কোড ব্যবহার করে, আধার যাচাইয়ের পরামর্শ দিয়েছে ভারত সরকার।
ভুয়ো আধার ও প্যান কার্ডের পর্দাফাঁস
জাল ড্রাফটের তদন্তে নেমে ভুয়ো আধার ও প্যান কার্ড বানানোর চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। ধৃতের বেহালার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল সরকারি দফতরের রাবার স্ট্যাম্প। এরপরেই তদন্তে নামে আলিপুর থানার পুলিশ।জাল ড্রাফটের তদন্তে নেমে ভুয়ো আধার, প্যান কার্ড চক্রের হদিশ পেয়েছিল পুলিশ। উদ্ধার করা হয়েছিল প্রচুর ভুয়ো ভোটার, আধার ও প্যানকার্ড-সহ ড্রাফট। একই ছবি দিয়ে একাধিক নামে হলোগ্রাম সহ তৈরি করা হয়েছিল কার্ডগুলি। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল পুরসভার এক কাউন্সিলরের ভুয়ো রাবার স্ট্যাম্প এবং ভূমি ও রাজস্ব দফতরের ভুয়ো স্ট্যাম্প !
আরও পড়ুন, 'হুমকি' পেয়ে আজ পুলিশি নিরাপত্তা নিয়ে হাসপাতালে সহকারী সুপার, ক্যানিংকাণ্ডে কী বলছে TMC ?
ভুয়ো ভ্যাকসিন
প্রসঙ্গত, গত কয়েক বছরে গুচ্ছগুচ্ছ ভুয়ো ঘটনা প্রকাশ্যে আসে। কখনও ভুয়ো আধার, কখনও ভুয়ো সিম কার্ড , কখনও আবার ভুয়ো পাসপোর্টের হদিশ মেলে। তবে এখানেই শেষ নয় ভুয়ো আইপিএস থেকে ভুয়ো আইএসএস-ও ধরা পড়েছিল এরাজ্যে। ভুয়ো রেল কর্মী থেকে ভুয়ো নিয়োগ, শিক্ষা-স্বাস্থ্যতেও বাদ পড়েনি এই জালিয়াতির অভিযোগ। কোভিড পর্বে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডও এখনও ভোলেনি কেউ। গুণধর দেবাঞ্জনের নাম শুনলে এখনও হয়তো অনেকেই শিউরে ওঠে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।