West Midnapur: ছাওয়ায় বসে জিরোচ্ছিলেন, দেওয়াল ভেঙে মৃত্য়ু বৃদ্ধের
হঠাৎ করে হুরমুড়িয়ে সেই দেওয়াল ভেঙে পড়ে যায় বৃদ্ধের উপরে।
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর স্টেশন এলাকায়। শেখ সাত্তার নামে এক বৃদ্ধ ক্লান্ত হয়ে ছাওয়ায় দেওয়ালের পাশে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে হুরমুড়িয়ে সেই দেওয়াল ভেঙে পড়ে যায় বৃদ্ধের উপরে।
স্থানীয় সূত্রে খবর ওই এলাকায় গাছ কাটার কাজ করছিলেন শেখ সাত্তারের ছেলে। স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে বাবাকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতলে নিয়ে যান তিনি। চিকিৎসকরা শেখ সত্তারকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত ওই বৃদ্ধের বয়স ৬৭ বছর। এই ব্যাপারে রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
লাগাতার বৃষ্টির ফলে একাধিক দুর্ঘটনা ঘটছে গোটা রাজ্য জুড়ে। গত ২১ সেপ্টেম্বর রাতভর বৃষ্টির ফলে বাড়ি ভেঙে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক তিন বছরের শিশু কন্যার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শালবনি থানার বুড়িশোল গ্রামে। ঘটনায় আহত হয়েছেন ওই শিশু কন্যার অন্তঃসত্ত্বা মা ও বাবা।
এদিন রাত্রে তিন বছরের শিশু কন্যাকে নিয়ে ঘুমোচ্ছিলেন মা সোমা ভুঁইয়া ও বাবা সুনীল ভুঁইয়া। রাতভর একটানা বৃষ্টির ফলে হঠাৎই ভোরের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির বাড়ি। দেওয়াল চাপা পড়েন তিনজনই। এরপর তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারাই। তাঁদের উদ্ধার করে এলাকার লোকজন মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যান। হাসপাতালে নিয়ে চিকিৎসকেরা তিন বছরের কন্যাকে মৃত বলে ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত ১৮ সেপ্টেম্বর চুরি করতে গিয়ে বিপাকে পরে চোর। বাড়ির বারান্দা ভেঙে দীর্ঘক্ষন আটকে পড়ল চোর, আর এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল টালিগঞ্জে। চুরি করতে গিয়ে ব্যালকনি ভেঙে ধ্বংসস্তূপের নীচে আটকে গেল চোর। কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।
আরও পড়ুন: হাত-পা বেঁধে বেধড়ক মারধর, বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে নির্যাতন যুবককে