Panchayat Election 2023: ভোটের বাকি ৭ দিন, কবে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? রাজ্য় সরকারের প্রশ্নের মুখে রাজ্য় নির্বাচন কমিশন
কবে রাজ্যে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? এই নিয়ে কমিশন ও কেন্দ্রের মধ্যেই টানাপোড়েন অব্যাহত। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার দাবি, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি।

কলকাতা: পঞ্চায়েত ভোটের বাকি আর ৭ দিন, কবে আসবে বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? এবার রাজ্য় সরকারের প্রশ্নের মুখে রাজ্য় নির্বাচন কমিশন। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে রাজ্যের কত বাহিনী প্রয়োজন, এখনও জানাতে পারেনি কমিশন। এর পর সিদ্ধান্ত হলে বাহিনী দিতে সমস্যা হবে, কমিশনকে জানিয়েছে রাজ্য। কবে আসবে বাকি ৪৮৫ কোম্পানি, তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। রাজ্য নির্বাচন কমিশনে পৌঁছেছেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি।
কবে রাজ্যে আসবে বাকি কেন্দ্রীয় বাহিনী? এই নিয়ে কমিশন ও কেন্দ্রের মধ্যেই টানাপোড়েন অব্যাহত। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার দাবি, ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও কেন্দ্রের উত্তর মেলেনি। উত্তরের অপেক্ষায় রয়েছে কমিশন। বাহিনী চেয়ে রাজ্যকে চিঠি দেওয়া হবে কি না সেবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। এর মধ্যেই রাজ্য় সরকারের প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য় নির্বাচন কমিশনকে। সূত্রের খবর, কত কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, তা এখনও জানাতে পারেনি কমিশন। রাজ্যের তরফে বলা হয়েছে, এরপর সিদ্ধান্ত হলে বাহিনী দিতে।
পঞ্চায়েত ভোটের বাকি আর ৭ দিন। কিন্তু, ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্য়ে, ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। এরমধ্যেই, এবার রাজ্য় সরকারের প্রশ্নের মুখে পড়ে রাজ্য় নির্বাচন কমিশন। শুক্রবার ফের এডিজি আইনশৃঙ্খলা ও বিএসএফের আইজির সঙ্গে ফের বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্পর্শকাতর বুথ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
সূত্রের খবর, পঞ্চায়েত ভোটে রাজ্যের কত বাহিনী প্রয়োজন, এখনও তা জানাতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। এনিয়ে, এদিনের বৈঠকে রাজ্য়ের তরফে কমিশনকে প্রশ্ন করা হয়। সূত্রের খবর, রাজ্যের তরফে বলা হয়, এরপর সিদ্ধান্ত হলে বাহিনী দিতে সমস্যা হবে। শুক্রবারও এনিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য নির্বাচন কমিশন। বৈঠকের পর রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা বলেন, ৬৫ হাজার পুলিশ জেলাতে আছে। বাড়তি কয়েক কোম্পানি স্টেট স্পেশালাইজড ফোর্স রাজ্য সরকার দিচ্ছে।
সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে কি-না, সেই প্রশ্নে অবশ্যও এদিন নীরব ছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা বলেন, বাহিনী নিয়ে তো চলছে। আসছে বাড়তি বাহিনী, এটাই আমাদের প্রশ্ন ছিল। ওরা বলল এটা তো ইউনিয়ন হোম মিনিস্ট্রি ডিসাইড করবে। আমি বললাম আপনারাও জানান, আমরাও জানাচ্ছি। বাড়তি বাহিনী আজকে ৬৫ বাহিনী এসেছে, ডিস্ট্রিক্টে অ্যারেঞ্জমেন্ট ওরা একটু দুশ্চিন্তায় ছিল। ওরা কনফার্ম করেছে সব জায়গায় ভাল অ্যারেঞ্জমেন্ট আছে। কো-অর্ডিনেশনের কোনও অভাব নেই। আর বাকি যে রয়েছে ৩১৫ কোম্পানি সেসব অ্যারেঞ্জমেন্ট আছে।
রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর মূল কাজ নাকা চেকিং, এরিয়া ডমিনেশন, সাধার মানুষের মধ্য়ে আস্থা বাড়ানো, আন্তর্জাতিক এবং অন্তঃরাজ্য চেক পয়েন্টে নিরাপত্তা বৃদ্ধি করা। কেন্দ্র কত বাহিনী দিচ্ছে, তার ওপর ভিত্তি করে বুথ ভিত্তিক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ৩০০ অভিযোগ জমা পড়েছিল। যার মধ্যে ১ হাজার ২০৬টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে। শুক্রবার, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এসেছে আরও ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি উত্তর দিনাজপুরের জন্যও এসেছে আরও ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।






















