West Bengal News Update: খাস কলকাতায় তরুণীকে ধারাল অস্ত্রের কোপ, সশস্ত্র পুলিশ দিয়ে বাংলায় কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো!
West Bengal News: খাস কলকাতায় হাড়হিম করা হামলা। মেট্রোপলিটনে প্রকাশ্য রাস্তায় তরুণীকে তাড়া করে পরপর ধারাল অস্ত্রের কোপ। গভীর রাতে NRS হাসপাতালে তরুণীর মৃত্যু। পাকড়াও ৩।

Background
কলকাতা: সশস্ত্র পুলিশ দিয়ে বাংলায় কলেজ ক্যাম্পাসে সরস্বতী পুজো! সরস্বতী পুজো নিয়েও সংঘাত, হস্তক্ষেপ করতে হল হাইকোর্টকে! সশস্ত্র পুলিশি নজরদারিতে, ভিডিওগ্রাফি করে কলেজ পুজোর আয়োজন! নজরদারিতে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের র্যাঙ্কের অফিসার। যোগেশচন্দ্র চৌধুরী ডে-ল' কলেজের সরস্বতী পুজো নিয়ে নির্দেশ হাইকোর্টের। নজরদারিতে কোন যুগ্ম কমিশনার, ঠিক করবেন সিপি: বিচারপতি জয় সেনগুপ্ত। যোগেশ চন্দ্র চৌধুরী ডে ও ল' কলেজের সরস্বতী পুজো ঘিরে সংঘাত। 'পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করতে হবে', পুজোর ভিডিওগ্রাফি করতে হবে কলেজ কর্তৃপক্ষকে, নির্দেশ বিচারপতির। কলেজের ভিতরে থাকা বিতর্কিত প্যান্ডেল ভেঙে ফেলতে নির্দেশ আদালতের। কলেজের ভেতরে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, জানাল কর্তৃপক্ষ। ২ কলেজের ছাত্ররা প্রতিবছর ২টি আলাদা জায়গায় ২টি পুজো করে। প্যান্ডেলের জন্য ল'কলেজের পড়ুয়ারা ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগ, বহিরাগতরা পুজোয় বাধা দিচ্ছে বলে থানায় অভিযোগ দায়ের।
'কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে যোগেশচন্দ্র কলেজে হবে সরস্বতী পুজো। যোগেশ চন্দ্র চৌধুরী ডে ও ল' কলেজের সরস্বতী পুজো করতে হবে কলকাতা পুলিশের এক যুগ্ম কমিশনারের নজরদারিতে', নির্দেশ হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর। সংশ্লিষ্ট যুগ্ম কমিশনার কে হবেন তা ঠিক করবেন স্বয়ং কলকাতার পুলিশ কমিশনার, নির্দেশ হাইকোর্টের।
'পুজো এবং বিসর্জন ঘিরে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য পর্যাপ্ত সংখ্যায় সশস্ত্র পুলিশকর্মী নিয়োগ করতে হবে', পুজোর ভিডিওগ্রাফি করতে হবে কলেজ কর্তৃপক্ষকে, নির্দেশ বিচারপতির। বর্তমানে কলেজের ভিতরে থাকা বিতর্কিত প্যান্ডেল ভেঙে ফেলতে নির্দেশ আদালতের। কলেজের ভেতরে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করতে তারা অপারগ, জানাল কলেজ কর্তৃপক্ষ। দুটি কলেজের ছাত্ররা প্রতিবছর দুটি আলাদা জায়গায় পৃথক পৃথক দুটি পুজো করে। এবছর এমন একটি প্যান্ডেল বানানো হয়েছে যাতে ল'কলেজের পড়ুয়ারা ক্লাসে যেতে পারছেন না বলে অভিযোগ। বহিরাগতরা পুজোয় বাধা দিচ্ছে এই মর্মে থানায় অভিযোগ দায়ের হয়।
অন্যদিকে, আর জি কর দুর্নীতি মামলায় এবার CBI-কে শোকজ করল আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারী অফিসারকে শোকজ করল বিশেষ আদালত। সিবিআইয়ের তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়কে ধমক বিচারকের। আদালতের তরফে বলা হয়, 'সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হল না?'। বিচারক এও বলেন, সিবিআই কী করতে চাইছে, বুঝতেই পারছি না। আগামীকালের মধ্যে সমস্ত নথি জমা দিন, চার্জ গঠন করে বিচার শুরু করব। হাইকোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্টে জানালেন না? ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন?' এভাবেই এদিন CBI-কে ধমক বিচারকের।
Labour Death: কারখানায় পড়ে রক্তাক্ত দেহ, বাংলায় কাজ করতে এসে খুন ভিনরাজ্যের শ্রমিক
বাঁকড়ায় কারখানার ভিতরে ঝাড়খণ্ডের শ্রমিকের রক্তাক্ত দেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন, মাথায় গুরুতর আঘাত। ১০ দিন আগে কাজে যোগ দিয়ে কেন খুন, ১ সহকর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর দিন দশেক আগে বাঁকড়া মণ্ডলপাড়ায় চেয়ার তৈরির ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলে ঝাড়খণ্ডের জারজিস আনসারি। মৃত ওই ব্যক্তির বয়স ৩০ বছর। এর আগে ওই কারখানায় মাসখানেক আগে একজন কাজে যোগ দেন। একটি বহুতল বাড়ির নিচের তলায় ওই কারখানা। আজ ভোর রাতে স্থানীয় এক বাসিন্দা ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক। গোটা শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। মাটির নিচে পড়ে থাকা দেহ রক্তে ভেসে যাচ্ছে। মাথায় গুরুতর আঘাত ছিল। পাশেই আহত অবস্থায় পড়ে ছিলেন তাঁর সহকর্মী। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকড়া পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া পুলিশ ফাঁড়ি এবং ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ।
Kolkata Crime News : 'বাবার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক' মেট্রোপলিটানে খুনের পিছনে চাঞ্চল্যকর তথ্য
অস্ত্রোপচারেও হল না শেষ রক্ষা। ইএম বাইপাস লাগোয়া মেট্রোপলিটানে আক্রান্ত তরুণীর মৃত্যু হল হাসপাতালে। NRS হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ রফিয়া শাকিলের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ ঘটনার সাক্ষী রইল কলকাতা। শহরের জনবহুল জায়গা মেট্রোপলিটান এক মহিলাকে কোপের পর কোপ মারে এক তরুণ। সেই তরুণের সঙ্গে ছিল আরেক মহিলাও। রাজপথ হয়ে যায় রক্তাক্ত। আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে NRS হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারও হয়, তবে তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল সূত্রে খবর, রাত দুটো নাগাদ মৃত্যু হয় তাঁর। পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্কের আক্রোশ থেকেই বাইপাসে হামলা চালিয়ে তরুণীকে খুন করে নাবালক। জেরা করে এমনই দাবি পুলিশ সূত্রে। মেট্রোপলিটানকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। এই ঘটনায় আটক করা হয়েছে. হামলাকারী ও তার সঙ্গী সহ ৩ জনকে।






















