Howrah News: মারাত্মক কাজের চাপ, তুলনায় সুযোগ সুবিধা কোথায়? প্রশ্ন তুলে কাজ বন্ধ চেঙ্গাইলের জুটমিল কর্মীদের
Worker Agitation At Chengail Jutemill: গত সন্ধের পর থেকে কাজ বন্ধ চেঙ্গাইলের লাডলো জুটমিলে। নেপথ্যের কারণ? একাংশের দাবি, শ্রমিক অসন্তোষ। তার জেরেই অচলাবস্থা শুরু হয়েছে।
সুনীত হালদার, হাওড়া: গত সন্ধের পর থেকে কাজ বন্ধ চেঙ্গাইলের লাডলো জুটমিলে (jutemill)। নেপথ্যের কারণ? একাংশের দাবি, শ্রমিক (employee) অসন্তোষ (agitation)। তার জেরেই অচলাবস্থা (no work) শুরু হয়েছে।
বন্ধ জুটমিল...
অভিযোগ, শ্রমিকদের অভিযোগ কাজের চাপ অত্যাধিক বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ সেই অনুযায়ী পর্যাপ্ত সুযোগ-সুবিধা তাঁরা পাচ্ছেন না। রয়েছে আরও অভিযোগ। যেমন, পাটের গুণগত মান ভালো দেওয়া হচ্ছে না। তারই প্রতিবাদ প্রায় ৫ হাজার শ্রমিক কাজ বন্ধ রেখেছেন। আজ সকাল ছটা নাগাদ 'এ' শিফটে শ্রমিকরা কাজে এলেও মিলে প্রবেশ করেননি। তবে মিলের সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট অতনু চক্রবর্তী শ্রমিকদের যাবতীয় অভিযোগ অস্বীকার করছেন। তাঁর পাল্টা দাবি, শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। তাই তাঁরা অসহযোগিতা করছেন। সঙ্গে অশনি সঙ্কেত, এ ভাবে চললে মিল বন্ধ করে দিতে হবে।
অশান্তি নানা জায়গায়...
শ্রমিক অসন্তোষ ও জুটমিল বন্ধের ছবি এ রাজ্যে বেশ চেনা। মাস পাঁচেক বন্ধ থাকার পর গত বছর মে মাসে হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে খুলেছিল। তবে সেবারও কর্মস্থলে গিয়ে কাজে যোগ দেননি শ্রমিকরা। তাঁদের দাবি, কম শ্রমিক দিয়ে বেশি কাজ করাতে চাইছেন কর্তৃপক্ষ। যদিও এনিয়ে জুটমিল কর্তৃপক্ষ কিছু বলতে চাননি। শ্রমিকদের দাবি,পারিশ্রমিক কমিয়ে বেশি কাজ পেতে চাইছেন কর্তৃপক্ষ। সিটুর দাবি, কর্তৃপক্ষই এই পরিস্থিতির জন্য দায়ী। যদিও শাসক দলের শ্রমিক সংগঠনের দাবি, শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। নতুন করে অচলাবস্থা তৈরি হওয়া নিয়ে কিছু বলতে চাননি শ্যামনগর নর্থ জুটমিল কর্তৃপক্ষ। ঘটনাচক্রে, যেদিন এমন ঘটছে সেই দিনই দুর্গাপুরে তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ দেখান ইস্পাত কারখানার শ্রমিকরা। সকাল থেকেই বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে চলছে বিক্ষোভ। যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁরা প্রত্যেকেই এলাকার বাসিন্দা। সকলেরই দাবি, কারখানায় কর্মী নিয়োগ করতে হলে, অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের। আর এই আন্দোলনের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল নেতা মনোজ মুখোপাধ্যায়। বস্তুত, ওই বছর অর্জুন সিংহের বাড়ির কাছে একটি জুটমিলে অচলাবস্থা তৈরি হয়েছিল যার জেরে শেষমেশ তা বন্ধ হয়ে যায়। জগদ্দলের চাঁপদানি জুটমিলের একাংশের সেই অবস্থা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। পাট ও জলের জোগানের সমস্যার কারণ দেখিয়ে আচমকাঅ মিলের ফাইন ইয়ার্ন ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছিল। মিলের ওই ইউনিটে পাট মসৃণ করার কাজ করা হত।
আরও পড়ুন:অবতরণের আগেই মর্মান্তিক পরিণতি ! নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানে একাধিক ভারতীয়