(Source: ECI/ABP News/ABP Majha)
NICED recruitment 2024: বেলেঘাটা আইডিতে ওয়াক ইন ইন্টারভিউ করে নিয়োগ ! কারা আবেদন করতে পারবেন ?
NICED recruitment 2024 for Beleghata ID Hospital: বেলেঘাটা আইডিতে ওয়াক ইন ইন্টারভিউ করে নিয়োগ শুরু হল। কারা কারা আবেদন করতে পারবেন।
কলকাতা: বেলেঘাটায় ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজে নিয়োগ শুরু হল। প্রোজেক্ট রিসার্চ অ্যাসিসট্যান্ট পদে এই নিয়োগ করা হবে। এর জন্য নাইসেডের মূল সাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ওয়াক ইন ইন্টারভিউ।
কোন পদে নিয়োগ ?
- দুজন প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ১ (নন মেডিক্যাল)
- দুজন প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট
- একজন প্রোজেক্ট রিসার্চ সিনিয়র ফেলো
১. ২৯ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী, বিজ্ঞানী সন্দীপন গঙ্গোপাধ্যায়ের অধীনে একটি গবেষণায় নিয়োগ হবে।
প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ১ (নন মেডিক্যাল) -
- জীবন বিজ্ঞানের যেকোনও শাখায় ফার্স্ট ক্লাস স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা জীবন বিজ্ঞানের যেকোনও শাখায় সেকেন্ড ক্লাস স্নাতকোত্তর ডিগ্রির সঙ্গে পিএইচডি থাকতে হবে। এন্টেরিক প্যারাসাইট নিয়ে গবেষণার অভিজ্ঞতাও থাকা চাই।
- ইন্টারভিউ তারিখ ও সময় - ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে নটায় বেলেঘাটা আইডি হাসপাতালের নাইসেড বিল্ডিংয়ে গিয়ে রিপোর্ট করতে হবে। সাড়ে দশটা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে।
- বয়স - ৩৫ বছরের বেশি বয়সী কেউ আবেদন করতে পারবে না।
- বেতন - এর জন্য মাসে ৫৬০০০ টাকা বেতন ও ২৭ শতাংশ এইচআরএ দেওয়া হবে।
২. ২৫ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই অনুযায়ী, বিজ্ঞানী অলোককুমার চক্রবর্তীর অধীনে আরেকটি গবেষণায় নিয়োগ হবে।
প্রোজেক্ট রিসার্চ সায়েন্টিস্ট ১ (নন মেডিক্যাল) -
- উপরে উল্লিখিত যোগ্যতামানগুলি এক থাকবে। বয়সগত যোগ্যতা তারিখ ও সময়ও এক। তবে থিসিসের প্রুফ সঙ্গে রাখতে হবে।
প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ১ -
- ক্লাস টেন পাশের পর আইটিআই, এমএলটি, ডিএমএলটি-তে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও, নির্দিষ্ট বিষয়ে দুই বছর অভিজ্ঞতা চাই।
- বয়স - ২৮ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
- বেতন - এর জন্য মাসে ১৮০০০ টাকা বেতন ও ২৭ শতাংশ এইচআরএ দেওয়া হবে।
- ইন্টারভিউ তারিখ ও সময় - ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে নটায় বেলেঘাটা আইডি হাসপাতালের নাইসেড বিল্ডিংয়ে গিয়ে রিপোর্ট করতে হবে। সাড়ে দশটা থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে।
৩. ২৫ জানুয়ারির আরেকক বিজ্ঞপ্তিতে বিজ্ঞানী অলোককুমার চক্রবর্তীর অধীনে অন্য একটি গবেষণায় নিয়োগ হবে।
প্রোজেক্ট সিনিয়র রিসার্চ ফেলো -
- নেট পাশ করতে হবে অথবা গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে অথবা মৌলিক বিজ্ঞানের বিষয়ের উপর মাস্টার্স ডিগ্রি থাকা চাই।
- বয়স - ৩৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
- বেতন - এর জন্য মাসে ৩৫০০০ টাকা বেতন ও ২৭ শতাংশ এইচআরএ দেওয়া হবে।
- ইন্টারভিউ তারিখ ও সময় - ৭ ফেব্রুয়ারি দুপুর দুটোয় বেলেঘাটা আইডি হাসপাতালের নাইসেড বিল্ডিংয়ে গিয়ে রিপোর্ট করতে হবে। আড়াইটে থেকে ইন্টারভিউ নেওয়া শুরু হবে।
এর পর বিশদে জানতে নাইসেডের মূল সাইটে গিয়ে ট্রেনিং সেকশনের বিজ্ঞপ্তি দেখতে হবে।
আরও পড়ুন - Jobs And Recruitments: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদই বা কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI