Job News: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে চাকরির সুযোগ, শূন্যপদ কত? কবে পর্যন্ত আবেদন করা যাবে
Jobs And Recruitments: ৩৪০টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। প্রবিশনারি ইঞ্জিনিয়ার পদে হবে নিয়োগ। ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

Job News: ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, BEL দিচ্ছে চাকরির সুযোগ। প্রবিশনারি ইঞ্জিনিয়ার পদে হবে নিয়োগ। যোগ্যরা অনলাইনে আবেদন করতে পারবেন। BEL- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৩৪০টি। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। ২৪ অক্টোবর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আর তা চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে
একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে আবেদনকারীদের। সেখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থীদের নাম বাছাই করা হবে। এই পরীক্ষার ন্যূনতম কোয়ালিফায়িং মার্কস জেনারেল, ওবিসি, ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের জন্য ৩৫ শতাংশ এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষমদের জন্য ৩০ শতাংশ। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ে ক্ষেত্রে আলাদা করে এই কোয়ালিফায়িং মার্কস গ্রাহ্য হবে। এই দুই পর্যায়ে আবেদনকারীরা কেমন পারফরম্যান্স দিচ্ছেন, তার ভিত্তিতেই তাঁদের বেছে নেওয়া হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে ৮৫ নম্বর, আর ইন্টারভিউতে ১৫ নম্বর, এভাবে নম্বর ভাগ করা হবে।
অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, দেখে নিন
জেনারেল, ওবিসি, ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের দিতে হবে ১১৮০ টাকা। একবার টাকা পেমেন্ট হয়ে গেলে তা আর রিফান্ড করা হবে না। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি ফেরতযোগ্য নয়। অ্যাপ্লিকেশন ফি জমা না দিলে আবেদনকারীদের আবেদন গ্রাহ্য করা হবে না। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম শ্রেণির আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না।
কোথায় কত শূন্যপদ রয়েছে, দেখে নিন একনজরে
- প্রবিশনারি ইঞ্জিনিয়ার (ইলেকট্রনিক্স) EII Grade - ১৭৫
- প্রবিশনারি ইঞ্জিনিয়ার (মেকানিকাল) EII Grade - ১০৯
- প্রবিশনারি ইঞ্জিনিয়ার (কম্পিউটার সায়েন্স) E-II Grade - ৪২
- প্রবিশনারি ইঞ্জিনিয়ারি (ইলেকট্রিকাল) E-II Grade - ১৪
RRB NTPC Graduate Recruitment 2026: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি নিয়োগ করতে চলেছে। RRB NTPC Graduate Recruitment 2026- এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, ২১ অক্টোবর থেকে। RRB- এর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ দিন ২০ নভেম্বর। অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২২ নভেম্বর। মডিফিকেশন উইন্ডো খুলবে ২৩ নভেম্বর এবং বন্ধ হবে ২ ডিসেম্বর। যাবতীয় খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে RRB- র অফিশিয়াল ওয়েবসাইটে। মোট শূন্যপদ ৫৮১০টি।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















