Recruitment News: ১৫ হাজার হোমগার্ড নিয়োগ হবে এই রাজ্যে, প্রকাশ্যে বিজ্ঞপ্তি; আবেদন করেছেন ?
Bihar Home Guard Recruitment: লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে এই প্রার্থী নির্বাচন করা হবে। দৌড়নো, লং জাম্প, শট পুটের মত ক্রিয়াকলাপ থাকবে।

Bihar Homeguard Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। পুলিশ হোমগার্ড হিসেবে ১৫ হাজার পদে নিয়োগ (Homeguard Recruitment) করা হবে এই রাজ্যে। ডিরেক্টর জেনারেল অফ কমান্ড্যান্ট অফিস বিহারের ৩৩টি জেলায় এই হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই প্রার্থীদের জন্য সুখবর রয়েছে যারা দীর্ঘদিন ধরে এই নিয়োগের (Job News) জন্য অপেক্ষা করছিলেন। আগামী ২৭ মার্চ থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।
কোথায় কত শূন্যপদ রয়েছে
পাটনা – ১৪৭৯ পদ
গয়া – ৯০৯ পদ
দারভাঙা – ৭৪১ পদ
সমস্তিপুর – ৭৩১ পদ
নালন্দা – ৮১২ পদ
ভাগলপুর – ৬৬৬ পদ
এছাড়াও রোহতাস, ভোজপুর, সিওয়ান, মধুবনী সহ আরও অন্যান্য জেলার বেশ কিছু শূন্যপদ রয়েছে।
কী কী যোগ্যতা লাগবে
হোমগার্ডের এই পদগুলির জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে হতে হবে দশম বা দ্বাদশ পাশ।
বয়সসীমা
বিহার হোমগার্ডের পদের জন্য আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত।
কীভাবে হবে প্রার্থী নির্বাচন
লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে এই প্রার্থী নির্বাচন করা হবে। দৌড়নো, লং জাম্প, শট পুটের মত ক্রিয়াকলাপ থাকবে। সমস্ত ধাপেই উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।
গুরুত্বপূর্ণ বিষয়
আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ২৭ মার্চ থেকে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণের শেষ দিন রয়েছে ১৬ এপ্রিল ২০২৫। হোমগার্ডের পদের জন্য অনলাইনে আবেদন করতে হলে প্রার্থীদেরকে অফিসিয়াল ওয়েবসাইট onlinebhg.bihar.gov.in-এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনের আগে নিজেদের যোগ্যতা ও প্রয়োজনীয় নথিগুলি দেখে নিতে হবে। নিয়োগ সংক্রান্ত আরও তথ্যের জন্য প্রার্থীদের যেতে হবে বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে।
গুরুত্বপূর্ণ দিনক্ষণ
বিহার হোমগার্ডের নিয়োগের জন্য আবেদন শুরু হবে – ২৭ মার্চ ২০২৫ থেকে
আবেদন করার শেষ দিন রয়েছে – ১৬ এপ্রিল ২০২৫
ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ শুরু হয়েছে ২০২৫-এর জন্য। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকাল ১২ মার্চ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিলের মধ্যে এই আবেদন করে নিতে পারবেন অগ্নিবীর নিয়োগের জন্য।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















