CBSE : ২০২৬ এ বোর্ড এক্সাম দিচ্ছে আপনার সন্তান? গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল সিবিএসই
CBSE Marks Distribution 2026 : প্রতিটি বিষয় ধরে ধরে তার থিয়রি, প্র্যাকটিক্যাল ও প্রোজেক্টে কত নম্বর বরাদ্দ , তা বলা আছে। তাছাড়া ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য বরাদ্দ নম্বরের কথাও স্পষ্ট করা আছে।

গুরুত্বপূর্ণ ঘোষণা করস সিবিএসই ( Central Board of Secondary Education- CBSE)। ২০২৬ সালে যাঁরা ক্লাস ১০ ও ১২ এর বোর্ড এক্সামে বসছেন, তাঁদের জন্যই এই বিজ্ঞপ্তি। তাতে প্রতিটি বিষয় ধরে ধরে তার থিয়রি, প্র্যাকটিক্যাল ও প্রোজেক্টে কত নম্বর বরাদ্দ , তা বলা আছে। তাছাড়া ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য বরাদ্দ নম্বরের কথাও স্পষ্ট করা আছে।
হাতে গোনা কয়েকটা মাস পরেই পরীক্ষা। স্কুলে স্কুলে চলছে প্রি-বোর্ড এক্সাম। তার মধ্যেই স্কুলে স্কুলে পাঠানো হয় এই বিবৃতি। এছাড়া নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়েও দেখা যাবে বিষয়ভিত্তিক নম্বরের শ্রেণিবিভাগগুলি। দরকারে ছাত্রছাত্রীদের ভালভাবে বুঝিয়ে দিতে হবে, কোন বিষয়ে কোন বিভাগে কত নম্বর বরাদ্দ।
১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ এর মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। মঙ্গলবার জারি করা এই বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়ে দিয়েছে -দশম এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্রোজেক্টের মূল্যায়ন এবং ইন্টারনাল টেস্ট বা অভ্যন্তরীণ মূল্যায়ন, সবকিছুই ১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলতে হবে। সিবিএসই-র তরফে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর আপলোড করার সময় যথেষ্ট সতর্ক থাকতে হবে। গত বছর এমন অনেক ভুল ধরা পড়েছিল বোর্ডের চোখে। তাই এবার নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, একবার নম্বর এন্ট্রি হয়ে গেলে , তা বদলানোর জন্য নানা রকম অজুহাত শোনা হবে না।
cbse.gov.in-এ চোখ রাখতে হবে। সেখানেই সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণীর প্রতিটি বিষয়ের জন্য বিষয়ভিত্তিক মার্কিং স্কিম দেওয়া হয়েছে। তাদের অফিসিয়াল ওয়েবসাইটই এই বিষয়ে নির্দিষ্ট সূত্র।
তাতে, বিষয় কোড এবং কোন বিষয়, তাতে থিয়রি, প্র্যাকটিক্যাল ও প্রোজেক্ট ও ইন্টারনাল এক্সামের জন্য কত কর নম্বর রাখা হয়েছে, তার উল্লেখ রয়েছে। এছাড়া বহিরাগত পরীক্ষকের প্রয়োজন কিনা সে সম্পর্কেও স্পষ্ট করে বলা হয়েছে। practical answer books সিবিএসই দেবে কি না , তার উল্লেখও রয়েছে সেখানে। theory answer book সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে সেখানে। CBSE প্রতিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা নেয়। তার মধ্যেই অন্তর্ভুক্ত থাকে থিয়রি, প্র্যাকটিক্যাল, ইন্টারনাল অ্যাসেসমেন্ট ও প্রোজেক্টের নম্বর। স্কুলগুলিকে বারবার করে বলা হয়েছে, নতুন নিয়ম ভাল করে পড়ে তারপর অ্যাসেসমেন্ট নিতে ।
Education Loan Information:
Calculate Education Loan EMI





















