CBSE Date Sheet 2022: প্রকাশিত CBSE বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির Term-1 পরীক্ষার দিনক্ষণ, কবে থেকে শুরু?
CBSE Term 1 Exam 2022: এবার অফিসিয়ালি দিন এবং পরীক্ষার সময় ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)
নয়া দিল্লি: প্রকাশিত হল CBSE বোর্ডের দশম-দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ। এর আগে অনেকবার টার্ম ওয়ান পরীক্ষার দিনক্ষণ প্রকাশিত হলেও, সেগুলি সরকারিভাবে প্রকাশিত না হওয়ায় তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল পড়ুয়াদের মধ্যে। তবে এবার অফিসিয়ালি দিন ঘোষণা করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। বোর্ডের তরফে জানান হয়েছে যে, নভেম্বর-ডিসেম্বর থেকে শুরু হবে সিবিএসই-এর টার্ম-ওয়ানের পরীক্ষা।
প্রাথমিকভাবে বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে বলা হয়েছিল যে ১৮ অক্টোবর দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করবে। এরপরই টুইট করে সিবিএসই জানায়, "সম্প্রতি সিবিএসই-র নজরে এসেছে যে, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য আগামী ২০২১ সালের আসন্ন টার্ম ১ পরীক্ষার একটি ভুয়ো তারিখ প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এ প্রসঙ্গে স্পষ্টত জানান হচ্ছে যে বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।"
বলা হয়েছে, CBSE Term 1 Exam 2022 তারিখ পত্রিকা অনলাইনে প্রকাশ করা হবে, যা শিক্ষার্থীরা পিডিএফ ডকুমেন্ট হিসেবে ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারবে। পরীক্ষার তারিখ অনলাইনে প্রকাশিত হবে এবং শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট - www.cbse.gov.in- এ গিয়ে তা দেখে নিয়ে ডাউনলোড করতে পারবে।
Offline Examination: CBSE Term 1 পরীক্ষা সম্পর্কে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল পরীক্ষাগুলি উল্লিখিত পরীক্ষা কেন্দ্রগুলিতে অফলাইন মোডে করা হবে।
পরীক্ষার প্যাটার্ন ও ফরম্যাট: CBSE বোর্ডের পরীক্ষা ২০২২ -এর Term 1 পরীক্ষা একটি অবজেক্টিভ টাইপ পরীক্ষা হিসেবে পরিচালনা করা হবে, এর অর্থ হল MCQ থাকবে। পরীক্ষার সময়কাল হবে ৯০ মিনিটের।
পরীক্ষার সময়: এর আগেই সিবিএসই জানিয়ে দিয়েছিল টার্ম ওয়ান পরীক্ষা প্রথম ভাগে নিতে হবে। ১১.৩০ এ শুরু হবে পরীক্ষা, শেষ হবে দুপুর ১টার মধ্যে। পড়ুয়ারা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে প্রশ্নপত্র পড়ে নেওয়ার জন্য। সিবিএসই বোর্ড এবছর পরীক্ষা দুটি ভাগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। টার্ম ১ ও ২। এই সেশনে ৫০ শতাংশ সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে।
Education Loan Information:
Calculate Education Loan EMI