CBSE Exam 2021: কোভিড পরিস্থিতিতে কীভাবে হবে সিবিএসই দশম-দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা?
এই আবহে দশম এবং দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করেছে সিবিএসই। এবার দশম-দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়ে গাইডলাইন প্রকাশ করল বোর্ড।
নয়াদিল্লি: কোভিড আবহে বদলে গিয়েছে ক্লাসরুম থেকে পরীক্ষার চিত্র। এই আবহে দশম এবং দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করেছে সিবিএসই। এবার দশম-দ্বাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়ে গাইডলাইন প্রকাশ করল বোর্ড।
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন জানিয়েছে-
১. ১ মার্চ ২০২১ থেকে ১১ জুন ২০২১ পর্যন্ত দশম এবং দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা নেবে স্কুল।
২. পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে ফল আপলোড করতে হবে স্কুলকে।
৩. ফল আপলোড করার সময় মনে রাখতে হবে সংশ্লিষ্ট পরীক্ষার সর্বোচ্চ নম্বর।
৪. বোর্ডের নিয়োগ করা পরীক্ষক পরীক্ষা নেবেন।
৫. অন্য কোনও পরীক্ষক পরীক্ষা নিলে সেই পরীক্ষা বাতিল হয়ে যাবে।
৬. বোর্ডের শিক্ষক ছাড়াও উপস্থিত থাকবেন স্কুলের শিক্ষক।
৭. থাকবেন বোর্ডের নিয়োগ করা একজন পর্যবেক্ষকও।
৮. পরীক্ষার সাব গ্রুপের ছবির জন্য দেওয়া হবে অ্যাপ লিঙ্ক। পরীক্ষার সময় রাখতে হবে সামাজিক দূরত্ব।
৯. ওই লিংকে দেওয়া থাকবে একসঙ্গে কতজন পরীক্ষা দিতে পারবে।
১০. ১১ জুনের পর আর কোনও পরীক্ষা নেওয়া যাবে না।
১১. কড়াভাবে মানতে হবে কোভিড বিধি।
Education Loan Information:
Calculate Education Loan EMI