CISCE Syllabus: ISCE-র একাদশ ও দ্বাদশের পরীক্ষার সিলেবাসে আমূল বদল, কী কী বিষয় নতুন যোগ হল ?
CISCE Syllabus Change: পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, বাণিজ্য, অ্যাকাউন্টস বা হিসাবশাস্ত্র, ইতিহাস ইত্যাদি বিষয়ের পাঠ্যক্রমে বদল আনা হয়েছে দ্বাদশ শ্রেণির জন্য।

Syllabus Change: কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (CISCE) সম্প্রতি একাদশ ও দ্বাদশ শ্রেণির সিলেবাসে বড় বদল এনেছে। বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রমে বদল এনেছে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বোর্ড। আগামী শিক্ষাবর্ষ (ISCE Syllabus) থেকেই এই বদল কার্যকর হবে এবং ২০২৫ সালের দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা এই নতুন সিলেবাসেই আয়োজিত হবে।
কোন কোন বিষয়ে এসেছে বদল
পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, গণিত, বাণিজ্য, অ্যাকাউন্টস বা হিসাবশাস্ত্র, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, লিগাল স্টাডিজ ইত্যাদি বিষয়ের পাঠ্যক্রমে বদল আনা হয়েছে দ্বাদশ শ্রেণির জন্য। ২০২৫-এর বোর্ড পরীক্ষায় যে সমস্ত দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থী বসবেন, তারা এই পরিবর্তিত সিলেবাসেই পরীক্ষা দেবেন। এছাড়া আর কোনও বিষয়ের সিলেবাসে কোনও বদল করা হয়নি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যে সমস্ত পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন, তাদের ক্ষেত্রে পাঠ্যক্রমে বদল আনা হয়েছে রসায়ন, জীববিদ্যা, গণিত ও ইতিহাস বিষয়ে।
কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন নির্দেশ দিয়েছে সমস্ত স্কুলগুলিকে, এই তথ্য সম্পর্কে যাতে সমস্ত শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়াদের অভিভাবকদের জানিয়ে দেওয়া হয় ভালমত, এর ফলে এই নতুন পাঠ্যক্রমের প্রয়োগে বিঘ্ন ঘটবে না। পড়ুয়াদের প্রস্তুতি নিতেও সুবিধে হবে। এরই মধ্যে আইএসসিই বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা সদ্য ২৭ মার্চ শেষ হয়েছে, আর আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয়েছে ৫ এপ্রিল। কাউন্সিল ঘোষণা করেছে, দশম ও দ্বাদশ এই দুই শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ২০২৫ সালের মে মাসে। আর সেদিনই সিআইএসসিইর অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাওয়া যাবে।
এই বছর আইএসসিই এবং আইএসসি দুই মাধ্যমের পড়ুয়ারাই একই শিক্ষাবর্ষে সর্বাধিক দুটি বিষয়ের জন্য ইম্প্রুভমেন্ট এক্সামে অংশ নিতে পারবেন। ২০২৪ সালের বোর্ড সাইকেল থেকে যদিও দশম শ্রেণির কম্পার্টমেন্ট এক্সাম বাতিল করা হয়েছে। এর আগে ২০২৪ সালে দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা আয়োজিত হয়েছিল ২৮ মার্চ তারিখে এবং আইএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা আয়োজিত হয়েছিল ৩ এপ্রিল তারিখে। আর এই দুই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছিল ৬ মে তারিখে।
CBSE-ও বদলেছে সিলেবাস
সিবিএসই সম্প্রতি দশম ও দ্বাদশ শ্রেণির জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সিলেবাস প্রকাশ করেছে। এই সদ্য প্রকাশিত পাঠ্যক্রমে বিস্তারিতভাবে শিক্ষাবর্ষের সম্পূর্ণ কার্যক্রম উল্লিখিত রয়েছে। ২০২৬ সালের সিবিএসই বোর্ড পরীক্ষার জন্য কী কী জরুরি, কী কী বদল আসছে নিয়মে তা সবই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
