CUET UG 2024: CUET UG ফল প্রকাশ, কীভাবে দেখবেন রেজাল্ট?
Education News: ১৫, ১৬, ১৭, ১৮, ২১, ২২, ২৪ ও ২৯ মে সিইউইটি পরীক্ষা হয়। ভারতের বাইরে ২৯টি শহর সহ ৩৭৯টি শহরে এই পরীক্ষা নেয় এনটিএ।
কলকাতা: ২০২৪ সালের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET UG 2024) ফল প্রকাশ হল। সিইউইটি (ইউজি)-র অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ফাইনাল অ্যান্সার কি। অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ই-মেল অথবা মোবাইল নম্বর দিয়ে উত্তরপত্র ডাউনলোড করা যাবে।
কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের ফল প্রকাশ: দেশেরে কেন্দ্রীয়, রাজ্য এবং একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির জন্য এই পরীক্ষা নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। চলতি বছর ১৫, ১৬, ১৭, ১৮, ২১, ২২, ২৪ ও ২৯ মে সিইউইটি পরীক্ষা হয়। ভারতের বাইরে ২৯টি শহর সহ ৩৭৯টি শহরে এই পরীক্ষা নেয় এনটিএ। প্রায় ১৩ লক্ষ ৪৮ হাজার পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিল। কিছু অভিযোগ পাওয়ার পর ফের পরীক্ষা নিয়েছিল এনটিএ। এরপর ১৯ জুলাই ফের পরীক্ষা নেওয়া হয়। ১০০০ জন পড়ুয়া ফের পরীক্ষায় বসেছিলেন। exams.nta.ac.in/CUET-UG এই ঠিকানায় গিয়ে পরীক্ষার্থীরা তাঁদের ফল দেখতে পারবেন।
কীভাবে দেখবেন ফল?
- প্রথমে exams.nta.ac.in যেতে হবে।
- হোম পেজে CUET UG 2024 রেজাল্টের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করতে হবে।
- এরপর পরীক্ষার্থীকে জন্মতারিখ, রোল নম্বর দিতে হবে লগ ইনের তথ্য হিসেবে।
- সব তথ্য দেওয়ার পর স্ক্রিনে ভেসে উঠবে স্কোরকার্ড।
- ভবিষ্য়তের প্রয়োজনে রেজাল্টের কপি প্রিন্ট করে রেখে দেওয়া যেতে পারে।
মে মাসের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিয়েছিল NTA। কিন্তু এক ফল প্রকাশের নির্ধারিত দিন পেরিয়ে গেলেও রেজাল্ট কবে বেরোবে তা নিয়ে নির্দিষ্ট কিছু জানাচ্ছিল না NTA। এই আবহে এ মাসের শুরুর দিকে NTA জানায় বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। এই সংক্রান্ত অভিযোগ জানতে পথও খুলে দেয় NTA। বলা হয় ৯ জুলাই বিকেল পর্যন্ত অভিযোগ শোনা হবে। সেই অভিযোগ খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে বলেও জানানো হয় নিয়ামক সংস্থার তরফে। এরপর গত ১৯ জুলাই নেওয়া হয় পরীক্ষা। সেই পরীক্ষার দশ দিনের মধ্যেই প্রকাশ করা হল ফল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rain Alert: বাড়বে বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, কোন জেলায় কেমন আবহাওয়া?
Education Loan Information:
Calculate Education Loan EMI