DRDO Apprentice Recruitment 2023: শিক্ষানবিশদের নিয়োগ করবে ডিআরডিও, মোট শূন্যপদ কত?
Jobs And Recruitment: প্রথমে নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে। এরপর তার ভিত্তিতে আবেদনকারীরা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।
DRDO Apprentice Recruitment 2023: ডিআরডিও (DRDO) অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (Defence Research and Development Organisation) শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হবে। এর জন্য অ্যাপ্লিকেশন জমা দিতে বলা হয়েছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের। ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in- এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। তবে শূন্যপদের সংখ্যা বেশ কম, মাত্র ৩৭টি। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- ৪টি শূন্যপদ
- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস- ৩৩টি শূন্যপদ
কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে
প্রথমে নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হবে। এরপর তার ভিত্তিতে আবেদনকারীরা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। কত নম্বর পেলে নাম তালিকাভুক্ত হবে তার বিশদ বিবরণ রয়েছে ডিআরডিও- র অফিশিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন। সেখানে আবেদনকারীদের বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে খুঁটিনাটি বিবরণ দেওয়া হয়েছে।
কোথায় আবেদন করবেন
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে যুক্ত হওয়ার জন্য আবেদনকারীদের আগে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম পোর্টালে রেজিস্টার করতে হবে। যেসব প্রার্থী প্রয়োজনীয় কোর্স ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে পাশ করেছেন কেবলমাত্র তাঁরাই এই আবেদন করতে পারবেন। কোনও প্রার্থী হাতে লেখা অ্যাপ্লিকেশন দিলে তা গ্রাহ্য করা হবে না।
সম্প্রতি বিজ্ঞানীদের নিয়োগের জন্য বিজ্ঞপতি প্রকাশ করেছিল ডিআরডিও
ডিআরডিও (DRDO) অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বৈজ্ঞানিকদের নিয়োগ করবে। রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টারের অধীনে এই নিয়োগ করা হবে। DRDO RAC- এর অফশিয়াল ওয়েবসাইট rac.gov.in এখানে গিয়ে আগ্রহী এবং যোগ্য (ডিআরডিও- র শর্তাবলী অনুসারে) প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অনলাইনেই আবেদন করা যাবে। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রক্রিয়া। আর তা চালু থাকবে ১৭ নভেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, মোট ৫১টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ ৫১ জন বৈজ্ঞানিককে নিয়োগ করতে চলেছে DRDO RAC.
কোন পর্যায়ের বিজ্ঞানীর জন্য কতগুলি শূন্যপদ
- সায়েন্টিস্ট এফ- ২টি শূন্যপদ
- সায়েন্টিস্ট ই- ১৪টি শূন্যপদ
- সায়েন্টিস্ট ডি- ৮টি শূন্যপদ
- সায়েন্টিস্ট সি- ২৭টি শূন্যপদ
আরও পড়ুন- অসম রাইফেলসে হবে নিয়োগ, কত শূন্যপদ রয়েছে?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Education Loan Information:
Calculate Education Loan EMI