Delhi University: দিল্লি বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদে নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
Recruitment Scam: ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করার শেষ দিন ২৭ নভেম্বর। colrec.uod.ac.in. এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
নয়াদিল্লি: অধ্যাপক পদে নিয়োগ করছে দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University)। দিল্লি বিশ্ববিদ্যালয় অধীনস্থ দীনদয়াল উপাধ্যায় কলেজে এই নিয়োগ হবে। ৩৯টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন করার শেষ দিন ২৭ নভেম্বর। colrec.uod.ac.in. এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে।
কত শূন্যপদে নিয়োগ?
অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ৩৯টি শূন্যপদে নিয়োগ করা যাবে।
কত আবেদন মূল্য?
UR,OBS,EWS -দের আবেদন করার জন্য ফি ৫০০ টাকা। তবে তফশিলি জাতি উপজাতিদের এবং মহিলাদের কোনও আবদেন মূল্য লাগবে। একবার ফি জমা দেওয়া হয়ে গেলে তা কোনও অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
কীভাবে আবেদন করবেন?
- colrec.uod.ac.in এই ওয়েবসাইটে যেতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে। একইসঙ্গে ফর্মও পূর্ণ করতে হবে।
- ফি জমা দিতে হবে তৃতীয় ধাপে।
- সমস্ত নথির কপি জমা আপলোড করতে হবে সংশ্লিষ্ট জায়গায়।
- ভবিষ্যতের জন্য ফর্মের কপি ডাউনলোড করে রাখা যেতে পারে।
এদিকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ। স্পোর্টস কোটায় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। আজ থেকেই আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। dopsportsrecruitment.cept.gov.in. এই ওয়েবসাইটে গিয়ে করা যাবে আবেদন। সব মিলিয়ে ১৮৯৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। যার মধ্যে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের শূন্যপদের সংখ্যা ৫৯৮, সর্টিং অ্যাসিস্ট্যান্ট বা বাচাই সহকারী শূন্যপদের সংখ্যা ১৪৩। এছাড়াও পোস্টম্যানের শূন্যপদ ৫৮৫টি, মেইল গার্ডের জন্য ৩টি শূন্যপদ এবং MTS-এর জন্য ৫৭০টি শূন্যপদ।
গুরুত্বপূর্ণ তারিখ:
১০ নভেম্বর থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।
৯ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।
সংশোধন করা যাবে ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
ফি জমা দেওয়ার নিয়ম:
UPI, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট বা ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যেতে পারে।
কীভাবে করবেন আবেদন?
- dopsportsrecruitment.cept.gov.in. এই ওয়েবসাইটে যেতে হবে
- অ্যাপ্লিকেশন স্টেজ ওয়ানে ক্লিক করে পূরণ করতে হবে
- এরপর অ্যাপ্লিকেশন স্টেজ টু-তে ক্লিক করে পূরণ করতে হবে
- ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে
- প্রমাণস্বরূপ নিজের কাজে পেজটা ডাউনলোড করে রাখতে পারেন
আরও পড়ুন: South 24 Parganas: শব্দবাজি এবং লাগামহীন সাউন্ড বক্সের ব্যবহার রুখতে তৎপরতা, গ্রেফতার ৬
Education Loan Information:
Calculate Education Loan EMI