Job News: ECIL সংস্থায় লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ, কী যোগ্যতা লাগবে ?
ECIL: কেন্দ্রের ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। কোন পদে, কীভাবে আবেদন করবেন ? যোগ্যতাই বা কী লাগবে জেনে নিন।
![Job News: ECIL সংস্থায় লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ, কী যোগ্যতা লাগবে ? ECIL Recruitment News 2024 for Engineer Post know salary and qualifications Job News: ECIL সংস্থায় লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ, কী যোগ্যতা লাগবে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/20/d1565ad0d1f15e804a311b0ced96fb7f1708410392907900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ECIL Job: কেন্দ্রের আরেকটি সংস্থায় চাকরির সুযোগ। প্রকাশ পেল ECIL-এর নিয়োগের বিজ্ঞপ্তি। ইঞ্জিনিয়ারিং পাশ করে থাকলে এই পদে কাজের জন্য আপনিও আবেদন করতে পারেন। ইমিডিয়েট বেসিসে জয়েনিং। এক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই হবে এই নিয়োগ। দেখে নিন কতগুলি শূন্যপদ আছে, কীভাবে নিয়োগ হবে, আবেদনই বা কীভাবে করবেন।
শূন্যপদ কতগুলি
ECIL অর্থাৎ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতে মোট চারটি বিভাগে নিয়োগ হতে চলেছে। কতগুলি শূন্যপদ রয়েছে সে বিষয়ে খোলসা করেনি সংস্থা। জানা গিয়েছে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোক নেওয়া হবে।
বয়সসীমা
এই পদে নিয়োগের জন্য প্রতিটি পদে নির্দিষ্ট বয়সসীমা ধার্য করা হয়েছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ৩৩ বছরের মধ্যে। অন্যদিকে টেকনিক্যাল অফিসার পদে প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। তবে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স অবশ্যই ২৫ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বি.ই, বি.টেক বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে।
কাজের মেয়াদ
এই নিয়োগ সম্পূর্ণই চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে এই পদে কাজের জন্য ১ বছরের চুক্তি করা হয়। এই চুক্তি সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত বাড়তে পারে। এই মেয়াদ বৃদ্ধি যদিও প্রার্থীর কাজের দক্ষতা এবং প্রজেক্ট চাহিদার উপর নির্ভর করবে।
বেতনক্রম
প্রথম বছরের জন্য প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে বেতন হবে মাসিক ৪০ হাজার টাকা, দ্বিতীয় বছরে এই পদে বেতন হবে ৪৫০০০ টাকা, তৃতীয় বছরে ৫০০০০ টাকা এবং চতুর্থ বছরে চুক্তি বৃদ্ধি হলে অতিরিক্ত ১২ হাজার টাকা সহ মাসিক ৫৫ হাজার টাকা বেতন পাবেন নির্বাচিত প্রার্থী। একইভাবে টেকনিক্যাল অফিসার পদে নির্বাচিত প্রার্থীর বেতন হবে ২৫০০০ টাকা থেকে ৩১০০০ টাকা। অ্যাসিস্টান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার এবং অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার পদে যোগ্য প্রার্থীর বেতন হবে ২৪৫০০ টাকা থেকে ৩০০০০ টাকা।
কীভাবে হবে নির্বাচন
এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উপর ২০ শতাংশ ওয়েটেজ নেওয়া হবে, অভিজ্ঞতার উপর থাকবে ৩০ শতাংশ নম্বর এবং বাকি ৫০ শতাংশ নম্বর ধরা হবে ইন্টারভিউ থেকে।
কবে কোথায় ইন্টারভিউ
চেন্নাই, মুম্বই, নিউ দিল্লি, কলকাতা, বেঙ্গালুরুতে দফতরের অফিসে হবে ইন্টারভিউ। কলকাতার এপিজে হাউজে ECIL-এর দফতরে ইন্টারভিউ হবে আগামী ৪ মার্চ ২০২৪ সোমবার।
বিস্তারিত জানতে সংস্থার সংশ্লিষ্ট ওয়েবসাইটে নজর রাখুন।
আরও পড়ুন: Jobs And Recruitments: ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)