CBSE Results: প্রকাশিত CBSE-র রেজাল্ট, পরীক্ষার ফলাফলে চমক মেয়েদের, নম্বরে পিছনে ছেলেরা
CBSE Class 12th Result: সামগ্রিক পাসের হার সামান্য বৃদ্ধি পেয়ে ৮৮.৩৯% হয়েছে, যা গত বছর ছিল ৮৭.৯৮%।

নয়া দিল্লি: দেশজুড়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর জন্য সুখবর। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE) দ্বাদশ শ্রেণীর রেজাল্ট ২০২৫ ঘোষণা করল।
মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক সন্যম ভরদ্বাজ ঘোষণা করেছেন যে, সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় মেয়েরা পাঁচ শতাংশেরও বেশি পয়েন্ট নিয়ে ছেলেদের ছাড়িয়ে গেছে। এই বছর, ৮৮.৩৯ শতাংশ পরীক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যা গত বছরের পাসের হার ৮৭.৯৮ শতাংশের চেয়ে সামান্য বেশি।
মেয়েরা পাসের হার ৯১.৬৪ শতাংশ অর্জন করলেও ছেলেদের পাসের হার ৮৫.৭০ শতাংশ। রূপান্তরকামী প্রার্থীরা গত বছরের ৫০ শতাংশের তুলনায় এবছর ১০০ শতাংশ পাস করেছে।
এবছর মোট ১ লক্ষ ১১ হাজার ৫৪৪ জন পরীক্ষার্থী ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে এবং ২৪ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী ৯৫ শতাংশের বেশি নম্বর পেয়েছে। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় মোট ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।
CBSE-র অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in এবং results.cbse.nic.in-এ গিয়ে ছাত্রছাত্রীরা তা দেখতে পারবে। রেজাল্ট দেখার জন্য রোল নম্বর, জন্ম তারিখ এবং স্কুল নম্বরের মতো তথ্য দিতে হবে। এই তথ্য ছাড়া রেজাল্ট দেখা যাবে না। CBSE রেজাল্ট দেখার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের তালিকা দেখুন-
cbseresults.nic.in
results.cbse.nic.in
cbse.nic.in
ছাত্রছাত্রীরা একটি অস্থায়ী ডিজিটাল মার্কশিট পাবে, যাতে তাদের নাম, রোল নম্বর, বিষয়ভিত্তিক নম্বর (তত্ত্বীয় এবং ব্যবহারিক উভয়), মোট নম্বর, এবং পাস/ফেলের অবস্থা উল্লেখ থাকবে। তবে মনে রাখবেন, এই ডিজিটাল স্কোরকার্ড কেবল অস্থায়ী হবে। ছাত্রছাত্রীরা তাদের মূল মার্কশিট পরে তাদের নিজ নিজ স্কুল থেকে সংগ্রহ করবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI






















