IAF Agniveervayu Recruitment 2023: ভারতীয় বায়ুসেনায় Agniveervayu নিয়োগের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু, কবে পর্যন্ত আবেদন করা যাবে?
Jobs And Recruitments: Phase 1, Phase 2 এবং Phase 3- এই তিনটি পর্যায়ে হবে পরীক্ষা। প্রথম পর্বে অনলাইনে পরীক্ষা হবে ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টার।
IAF Agniveervayu Recruitment 2023: ভারতীয় বায়ুসেনায় IAF Agniveervayu Recruitment 2023-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ জুলাই থাকে। যাঁরা আবেদন করতে চাইছেন তাঁরা IAF Agniveervayu- এর অফিশিয়াল ওয়েবসাইট agnipathvayu.cdac.in এখানে গিয়ে আবেদন জমা দিতে পারবেন। অর্থাৎ অনলাইনেই জমা দেওয়া যাবে আবেদন। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে আগামী ১৭ অগস্ট। পরীক্ষা হবে অনলাইনে, আগামী ১৩ অক্টোবর।
আবেদনকারীদের যোগ্যতা
আবেদনকারীদের মধ্যে যাঁরা বিজ্ঞানের পড়ুয়া তাঁদের ক্ষেত্রে এক ধরনের যোগ্যতা প্রয়োজন। অন্যান্যদের ক্ষেত্রে যোগ্যতার মাত্রা আলাদা। আবেদনকারীদের মধ্যে যাঁরা ২০০৩ সালের ২৭ জুন থেকে ২০০৬ সালের ২৭ ডিসেম্বরের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাঁরা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়সসীমা ২১ বছর। একজন প্রার্থী সব ধরনের বাছাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হলে তাঁর ক্ষেত্রে এই বয়সসীমা ধার্য করা হবে।
বাছাই প্রক্রিয়া
Phase 1, Phase 2 এবং Phase 3- এই তিনটি পর্যায়ে হবে পরীক্ষা। প্রথম পর্বে অনলাইনে পরীক্ষা হবে। ৬০ মিনিট অর্থাৎ এক ঘণ্টার এই পরীক্ষায় প্রার্থীদের পদার্থবিজ্ঞান, অঙ্ক এবং ইংরেজি- এই তিনটি বিষয়ের পরীক্ষা দিতে হবে 10+2 CBSE সিলেবাস অনুসারে। পরীক্ষার্থীদের মেধা অনুযায়ী তাঁদের বেছে নেওয়া হবে। প্রথম পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা। এই পর্বে পাশ করলে তৃতীয় পর্যায়ে থাকবে মেডিক্যাল পরীক্ষা অর্থাৎ শারীরিক পরীক্ষা নিরীক্ষা। ২০২৪ সাল অর্থাৎ আগামী বছর পয়লা জানুয়ারি তালিকা অনুসারে প্রার্থীদের এনরোলমেন্টের জন্য ডাকা হবে Agniveervayuintake- এ এবং ফলপ্রকাশ হবে ২৭ মে, ২০২৪ সালে। প্রার্থীদের রেজিস্টার করা ইমেল আইডিতে E-Call লেটার পাঠানো হবে। যাঁদের এনরোলমেন্টের জন্য ডাকা হবে তাঁদের মেলেই পাঠানো হবে এই চিঠি।
অ্যাপ্লিকেশন ফি
অনলাইন পরীক্ষার জন্য রেজিস্টার করার সময় প্রার্থীদের অনলাইনেই ২৫০ টাকা জমা দিতে হবে। Debit Cards/ Credit Cards/Internet Banking- এইসব মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। IAF Agniveervayu- এর অফিশিয়াল ওয়েবসাইটে বাকি সমস্ত তথ্য বিস্তারিত ভাবে দেওয়া রয়েছে।
IBPS Clerk Recruitment 2023
আইপিবিএস ক্লার্ক নিয়োগ ২০২৩- এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ ২৮ জুলাই। পয়লা জুলাই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল। প্রথমে ২১ জুলাই ছিল শেষ তারিখ। পরে তা বাড়িয়ে ২৮ জুলাই করা হয়েছে। আগামী ৫ অগস্ট পর্যন্ত অ্যালিকেশন ফর্ম প্রিন্ট করার সুযোগ পাবেন আবেদনকারীরা। ৪০৪৫টি শূন্যপদে নিয়োগ করা হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে অগস্ট এবং সেপ্টেম্বর মাসে। আর মেন পরীক্ষা হবে অক্টোবর মাসে। এখনও পর্যন্ত এমনই আভাস পাওয়া গিয়েছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি।
Education Loan Information:
Calculate Education Loan EMI