IBPS Clerk Recruitment 2023: ব্যাঙ্কে চাকরির বড় সুযোগ, পশ্চিমবঙ্গে কত শূন্যপদ?
Bank Clerk: একাধিক ব্যাঙ্কের মাধ্যমে আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার সাহায্যে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে পয়লা জুলাই এবং শেষ হবে ২১ জুলাই।
IBPS Clerk Recruitment 2023: ইন্সটিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন (Institute of Banking Personnel Selection) বা আইবিপিএস (IBPS) সম্প্রতি নিয়োগ সংক্রান্ত একটি নোটিফিকেশন প্রকাশ করেছে। সেখানে ক্লার্কের পদে চাকরির জন্য আবেদন করার কথা বলা হয়েছে। আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট ২০২৩ (IBPS Clerk Recruitment 2023) নোটিফিকেশনে জানানো হয়েছে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা হবে অনলাইনে। পরবর্তী কমন রিক্রুটমেন্ট প্রসেসের আওতায় এই পরীক্ষা হবে। সেখানে থেকেই ক্লারিকাল ক্যাডার পদের (Clerical Cadre Posts) জন্য যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। একাধিক ব্যাঙ্ক এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছে। চলতি বছর অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর- এই তিনমাস জুড়ে চলবে পরীক্ষা। আবেদন জমা দেওয়া যাবে শুধুমাত্র অনলাইনেই এবং শেষ তারিখ ২১ জুলাই। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। সেখানেই পাওয়া যাবে নোটিফিকেশন, যার থেকে বিস্তারিত সমস্ত তথ্য পাওয়া যাবে। জানা গিয়েছে, ৪০০০- এর বেশি শূন্যপদে নিয়োগ করা হবে এবারের প্রক্রিয়ার মাধ্যমে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন
কেন্দ্রীয় সরকারের অনুমোদনপ্রাপ্ত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা গ্র্যাজুয়েশন কোর্স করতে হবে। অথবা এর সমতুল্য কোনও যোগ্যতা থাকতে হবে যা ভারত সরকার দ্বারা অনুমোদিত হবে। যাঁরা আইবিপিএস ক্লার্ক ২০২৩- এর জন্য আবেদন করছেন তাঁদের কাছে মার্কশিট বা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে। সেখানে কবে গ্র্যাজুয়েট হয়েছেন তা লেখা থাকবে। এর সঙ্গে কত শতাংশ নম্বর পেয়েছেন তারও উল্লেখ থাকবে। অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার সময় এই নথি প্রয়োজন হবে।
কম্পিউটার শিক্ষা- বাধ্যতামূলক ভাবে কম্পিউটার সিস্টেমের সঙ্গে সড়গড় ও সাবলীল হতে হবে প্রার্থীদের। কম্পিউটার অপারেট করতে পারার সঙ্গে সঙ্গে কম্পিউটারে কাজ করার দক্ষতাও থাকতে হবে। আবেদনকারীদের কাছে কম্পিউটার অপারেশন/ল্যাঙ্গুয়েজ- এ পড়াশোনা করছেন এমন সার্টিফিকেট/ডিপ্লোমা/ডিগ্রি থাকতে হবে। উচ্চ মাধ্যমিক/কলেজ/বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার/ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করা থাকতে হবে।
শূন্যপদ
চার হাজারের বেশি শূন্যপদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গে রয়েছে ২৪১টি শূয়পদ। একাধিক ব্যাঙ্কের মাধ্যমে আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার সাহায্যে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে পয়লা জুলাই এবং শেষ হবে ২১ জুলাই। অ্যাপ্লিকেশন প্রিন্ট করিয়ে নেওয়ার শেষদিন ৫ অগস্ট। এখনও পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি। আইবিপিএস- এর অফিশিয়াল ওয়েবসাইটে নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস
Education Loan Information:
Calculate Education Loan EMI