ICMR Jobs 2022: আইসিএমআর-এ প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এঁরা করতে পারবেন আবেদন
ICMR Jobs 2022: ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চ ব্যাঙ্গালোর (এনসিডিআইআর) কম্পিউটার প্রোগ্রামার, গবেষক ও অন্যান্য পদের জন্য আবেদন আমন্ত্রণ জানিয়েছে।
ICMR Jobs 2022: ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফরমেটিক্স অ্যান্ড রিসার্চ ব্যাঙ্গালোর (এনসিডিআইআর) কম্পিউটার প্রোগ্রামার, গবেষক ও অন্যান্য পদের জন্য আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। ICMR-NCDIR-এ প্রকল্পের অধীনে অস্থায়ী বা চুক্তির ভিত্তিতে এই পদগুলিতে প্রার্থীদের নিয়োগ হবে। প্রার্থীরা 09 মে 2022 এর মধ্যে এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামার, বিজ্ঞানী বা গবেষকদের 15টি পদে নিয়োগ দেওয়া হবে।
ICMR Recruitment 2022: কোন পদে কত নিয়োগ ?
Project Scientist - 09 posts
Project Admin Assistant - 01 post
Computer Programmer - 03 posts
Project Technical Officer - 01 post
Project Section Officer - 01 post
ICMR Recruitment 2022: কত তারিখের মধ্যে আবেদন ?
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের অনলাইনে http://www.ncdirindia.org ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সব প্রাসঙ্গিক শংসাপত্র ও অভিজ্ঞতার সেলফ অ্যাটেস্টেড কপি-সহ সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি-সহ যথাযথভাবে পূরণ করা আবেদন প্রার্থীদের ICMR-NCDIR, বেঙ্গালুরুতে ইমেলের মাধ্যমে (adm.ncdir@gov.in) পাঠাতে হবে। 09 মে 2022 এর আগে এই আবেদনপত্র পাঠাতে হবে চাকরিপ্রার্থীদের। নিয়োগ সংক্রান্ত অন্য যেকোনও ধরনের তথ্যের জন্য প্রার্থীদের অফিশিয়াল সাইটের সাহায্য নিতে হবে। সেখানেই চাকরির বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে।
সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) অ্যাসিস্ট্যান্ট জিওফিজিসিস্ট ছাড়াও বহু পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা 12 মে 2022 পর্যন্ত কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ অনলাইনে এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। নিচে দেওয়া হল চাকরির সেই লিঙ্ক। দেখে নিন কোন পদের জন্য কী যোগ্যতা তথা বয়সসীমা লাগছে। সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না।
আরও পড়ুন : UPSC Jobs 2022: ৬৭টি পদে হবে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের
Education Loan Information:
Calculate Education Loan EMI