ICSE and ISC Exam Date 2025: ICSE এবং ISC পরীক্ষার দিন ঘোষণা, কবে শুরু হচ্ছে পরীক্ষা ?
ICSE and ISC Exam 2025: পরীক্ষার্থীরা টাইমটেবিল ডাউনলোড করতে পারবেন CAREERS পোর্টাল থেকেও। অন্যান্য বছরের মতোই মে মাসে রেজাল্ট ঘোষণা করবে CISCE, এমনটাই শোনা গিয়েছে।
ICSE and ISC Exam Date 2025: প্রকাশিত হল ICSE এবং ISC পরীক্ষার দিনক্ষণ। cisce.org এই ওয়েবসাইটে দেখা যাবে পরীক্ষার তারিখ। ICSE (Class 10) - এর পরীক্ষা শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি, শেষ হবে ২৭ মার্চ। অন্যদিকে ISC (Class 12) - এর পরীক্ষা শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৫ এপ্রিল। দশম শ্রেণির পরীক্ষায় বসবেন আড়াই লক্ষেরও বেশি পড়ুয়া। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ১ লক্ষ পড়ুয়া। পরীক্ষার্থীরা টাইমটেবিল ডাউনলোড করতে পারবেন CAREERS পোর্টাল থেকেও। অন্যান্য বছরের মতোই মে মাসে রেজাল্ট ঘোষণা করবে CISCE, এমনটাই শোনা গিয়েছে।
ISC Class 12- এর পরীক্ষায় বসতে চলেছেন এক লক্ষেরও বেশি পড়ুয়া। শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে ৫২,৬৯২ জন ছাত্র এবং ৪৩,৩৭৫ জন ছাত্রী। ভারতের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহী এবং সিঙ্গাপুরের মোট ১৪৬১টি স্কুলের পড়ুয়ারা এই পরীক্ষায় বসতে চলেছেন।
অন্যদিকে ICSE Class 10- এর পরীক্ষায় বসতে চলেছে প্রায় ২,৫৩,৩৮৪ জন পড়ুয়া। তাঁদের মধ্যে ১,৩৫,২৬৮ জন ছাত্র এবং ১,১৮,১১৬ জন ছাত্রী থাকবেন বলে শোনা গিয়েছে। ভারত-সহ তাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীর মোট ২৮০৩টি স্কুলের পড়ুয়া এই পরীক্ষায় বসতে চলেছেন।
গত বছর Council for the Indian School Certificate Examinations ৮ ডিসেম্বর, ২০২৩ তারিখে ICSE এবং ISC পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। ICSE (Class 10) - এর পরীক্ষা শুরু হয়েছিল ২১ ফেব্রুয়ারি, ২০২৪ এবং পরীক্ষা শেষ হয়েছিল ২৮ মার্চ, ২০২৪। অন্যদিকে ISC (Class 12) - এর পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে এবং তা শেষ হয়েছিল ৩ এপিল, ২০২৪ তারিখে। দশম এবং দ্বাদশের রেজাল্ট অর্থাৎ ফলপ্রকাশ হয়েছিল ৬ মে, ২০২৪ তারিখে। দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন ২,৪২,৩২৮ জন পড়ুয়া। আর দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন ৯৮,০৮৮ জন পড়ুয়া।
কিছুদিন আগেই সিবিএসই বোর্ডের আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়েছে
সিবিএসই কর্তৃপক্ষ জানিয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ এবং দশম পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ, ২০২৫ তারিখে। আর দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হবে ৪ এপ্রিল। সব দিন পরীক্ষা শুরু হবে সকালে ১০টা ৩০ মিনিট থেকে। সিবিএসই- র তরফে জানানো হয়েছে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট বা ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে তার প্রশ্ন, নম্বর এবং সময়ের উপর এই সময়সীমা নির্ভর করবে।
আরও পড়ুন- আগামী বছর সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু কবে থেকে? প্রকাশ্যে সময়সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Education Loan Information:
Calculate Education Loan EMI