IDBI Executive পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, কীভাবে ডাউনলোড করবেন হল টিকিট ?
IDBI Executive Admit Card 2021: ২৬ অগাস্ট থেকে ব্যাঙ্কের সাইটে পাওয়া যাচ্ছে এই অ্যাডমিট কার্ড। সব মিলিয়ে ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে চাকরিপ্রার্থীদের।
নয়াদিল্লি: IDBI Executive পরীক্ষার Admit Card 2021 প্রকাশ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কোম্পানির এক্সিকিউটিভ পরীক্ষার আবেদনকারীরা অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in-এ গিয়ে এই হল টিকিট ডাউনলোড করতে পারবেন।
IDBI Executive Exam 2021
গত ২৬ অগাস্ট থেকে ব্যাঙ্কের সাইটে পাওয়া যাচ্ছে এই অ্যা়ডমিট কার্ড। ৫সেপ্টেম্বর পর্যন্ত কার্ড ডাউনলোড করার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।আগামী ৫ সেপ্টেম্বর পরীক্ষার দিন ঠিক করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।রিজনিং, ওয়ার্কিং ইংলিশ, কোয়ানটিটেটিভ অ্যাপটিটিউড থেকে প্রশ্ন থাকবে পরীক্ষায়। সব মিলিয়ে ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে চাকরিপ্রার্থীদের। ৯০ মিনিটের মধ্যে দিতে হবে সব প্রশ্নের উত্তর। হিন্দি ও ইংরেজিতে প্রশ্নপত্র থাকবে সবার জন্য।
কীভাবে ডাউনলোড করবেন কার্ড? (How to download IDBI Executive Admit Card 2021)
১ প্রথমে idbibank.in-এর অফিশিয়াল সাইটে লগ ইন করুন।
২ এবার হোমপেজে কারেন্ট ওপেনিং লিঙ্কে ক্লিক করুন।
৩ এখানে একটা নতুন পেজ খুলে যাবে। যেখানে IDBI Executive Admit Card 2021-এর লিঙ্ক দেওয়া থাকবে।
৪ এবার লগ ইন ডিটেল দিয়ে এখানে সাবমিট করুন।
৫ আপনার অ্যাডমিট কার্ড স্ক্রিনে দেখাবে।
৬ এখানে থেকে অ্যাডমিট কার্ড দেখে ডাউনলোড করুন।
৭ সব কাজ হয়ে গেলে অ্যাডমিটের একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দিন।
৯২০ পদে নিয়োগ করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।আপাতত এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। প্রয়োজনে আরও এক বছর বাড়তে পারে কাজের মেয়াদ। তবে সেই ক্ষেত্রে প্রার্থীদের কাজের ওপরই নির্ভর করবে এই এক্সটেনশন। এই বিষয়ে তাদের কাজে লাগবে ই-লার্নিং সার্টিফিকেট। তবে খালি পদ থাকলে তবেই চাকরির মেয়াদ বৃদ্ধির বিষয়ে ভাবতে পারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইচ্ছুক আবেদনকারীদের এ বিষয়ে বিস্তারিত জানতে idbibank.in-এ লগ ইন করতে হবে।
কত পদে নিয়োগ ?
IDBI Recruitment 2021-অনুযায়ী ৯২০ পদে নিয়োগ করবে ব্যাঙ্ক। বিভিন্ন এক্সিকিউটিভ পদে হবে এই নিয়োগ।আবেদনকারীর বয়সসীমা এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়সসীমা হতে হবে ২০-২৫ বছর।
শিক্ষাগত যোগ্যতা
IDBI ব্যাঙ্কের এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে স্নাতক স্তরে উত্তীর্ণ হতে হবে। কোনও স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে আবেদনকারীকে। তবে SC/ST/PWD-র জন্য এই শিক্ষাগত যোগত্য কিছুটা শিথিল করা হয়েছে। এদের ক্ষেত্রে ব্যাঙ্কে আবেদন করতে হলে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর হলেই হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI