IGNOU Admission 2024: এখনও রয়েছে সুযোগ! ভর্তির সময়সীমা বৃদ্ধি করল এই সরকারি বিশ্ববিদ্যালয়
IGNOU Extends Deadline: কম খরচে চাকরি করতে করতে পড়াশোনার অন্যতম গন্তব্য় এই বিশ্ববিদ্যালয়। এখনও রয়েছে সুযোগ
কলকাতা: চাকরি করতে করতে পড়াশোনা। কিংবা বাড়ি বসে ডিসট্যান্স এডুকেশন পদ্ধতিতে উচ্চশিক্ষা। ভারতের বহু পড়ুয়ার গন্তব্য ইন্দিরা গাঁধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (Indira Gandhi National Open University)
এই বিশ্ববিদ্যালয়ে এবার বেড়ে গেল রেজিস্ট্রেশনের শেষ দিন। জুলাইয়ের অ্যাডমিশন সাইকেলে সব ওপেন ও ডিসট্যান্স লার্নিংয়ের (ODL) এবং অনলাইন প্রোগ্রামে নথিভুক্তিকরণের শেষদিন বাড়িয়ে দেওয়া হল। ignouadmission.samarth.edu.in অথবা ignouiop.samarth.edu.in. এই দুই ওয়েবসাইট থেকে নাম নথিভুক্ত করতে পারবেন পড়ুয়ারা। এখন রেজিস্ট্রেশনের শেষ দিন ১৬ জুলাই।
- IGNOU-এর ওয়েবসাইটগুলিতে যেতে হবে। ignouadmission.samarth.edu.in বা ignouiop.samarth.edu.in
- জুলাই ২০২৪-এর জন্য পুনরায় রেজিস্ট্রেশন এবং ভর্তির জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে।
- একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড তৈরি করুন।
- আপনি যদি ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করে থাকেন অর্থাৎ আপনি যদি ইতিমধ্যেই একজন ইউজার হয়ে থাকেন- তাহলে 'log in'- এ ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করার পরে 'Submit' করতে হবে। প্রদত্ত ইমেল অ্যাকাউন্টে ইউজার নেম চলে আসবে।
- এ বার ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর আবেদন ফি নিয়ম মেনে দিতে হবে
এক একটি কোর্সের রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা ফি স্ট্রাকচার রয়েছে। IGNOU-এর ওয়েবসাইটে গিয়ে প্রতিটি কোর্সের জন্য কী ফি নেওয়া হয়- সেটা দেখে নেওয়া যায়।
IGNOU Admission 2024- ভর্তির ফর্মপূরণে কী কী লাগবে?
- স্ক্যান করা ফটোগ্রাফ (১০০ কেবির কম মাপের)
- স্ক্যান করা সই (১০০ কেবির কম মাপের)
- প্রয়োজনীয় পড়াশোনা সংক্রান্ত নথির স্ক্যান কপি (২০০ কেবির কম মাপের)
- কোনও অভিজ্ঞতার শংসাপত্র থাকলে তার স্ক্যান কপি (২০০ কেবির কম মাপের)
- জাতিগত শংসাপত্র থাকলে তার স্ক্যান কপি (২০০ কেবির কম মাপের)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোগীর পরিজনের উপর লাঠিচার্জ পুলিশের! চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার!
Education Loan Information:
Calculate Education Loan EMI