(Source: Poll of Polls)
Independence Day 2024: গুড মর্নিংয়ের বদলে 'জয় হিন্দ' বলবে স্কুুল পড়ুয়ারা, স্বাধীনতা দিবসে কোথায় বদলাচ্ছে নিয়ম ?
Haryana News: হরিয়ানা সরকার (Haryana News) মূলত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মনে জাতীয়তাবোধ এবং দেশপ্রেমের বীজ বপন করতে এই উদ্যোগ নিয়েছে। স্কুল পড়ুয়াদের বলতে হবে 'জয় হিন্দ' স্লোগান।
হরিয়ানা: স্কুলে স্কুলে বদলে যাচ্ছে নিয়ম। এবার থেকে হরিয়ানার সমস্ত স্কুলে সমস্ত পড়ুয়াদের 'গুড মর্নিং'-এর বদলে বদলে হবে জয় হিন্দ। একটি সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হল এই নির্দেশ। বৃহস্পতিবার হরিয়ানার রাজ্য সরকারের (Independence Day 2024) স্কুল শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এমন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে হরিয়ানা সরকার (Haryana News) মূলত স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রীদের মনে জাতীয়তাবোধ এবং দেশপ্রেমের বীজ বপন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই সার্কুলারে বলা হয়েছে, স্কুল পড়ুয়াদের বলতে হবে 'জয় হিন্দ' স্লোগান। এই স্লোগান দিয়েছিলেন ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু। স্বাধীনতার (Independence Day 2024) আগে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের উদ্বুব্ধ করতে এবং দেশবাসীকে উদ্বুদ্ধ করতে সুভাষচন্দ্র বসু এই স্লোগান তৈরি করেছিলেন।
স্কুলশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন অফিসার, ডিস্ট্রিক্ট ব্লক এডুকেশন অফিসার, ব্লক প্রাইমারি এডুকেশন অফিসার, প্রিন্সিপাল এবং হেডমাস্টার সকলকে এই সার্কুলার পাঠানো হয়েছে। এই সার্কুলার অনুসারে স্কুলে স্কুলে গুড মর্নিংয়ের বদলে পড়ুয়াদের বলতে হবে জয় হিন্দ। জাতীয় ঐক্যের ধারণা ছাত্র-ছাত্রীদের মনে গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে হরিয়ানার স্কুলশিক্ষা পর্ষদ। এর মাধ্যমে তারা দেশের যে সুপ্রাচীন ঐতিহ্যময় ইতিহাস তাঁর প্রতি শ্রদ্ধাবনত থাকবে পড়ুয়ারা। আগামী ১৫ অগাস্ট থেকেই এই নিয়ম চালু হবে স্কুলে স্কুলে। এমনটাই জানানো হয়েছে।
ছাত্রদের মধ্যে (Independence Day 2024) ঐক্যের বাণী প্রচার করতে চেয়ে এই জয় হিন্দ বলার অভ্যাস গড়ে তুলতে চেয়েছে হরিয়ানা সরকার। দেশের স্বাধীনতার জন্য যে শত সহস্র মানুষের আত্মবলিদান রয়েছে, তা স্মরণ করাবে এই স্লোগান। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশে পড়ুয়াদের মনে ঐক্যের বাতাবরণ গড়ে তুলবে এই স্লোগান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Recruitment News: ন্যাশনাল বুক ট্রাস্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বেতন দেড় লাখ পর্যন্ত- কত শূন্যপদ ?
Education Loan Information:
Calculate Education Loan EMI