India Post GDS recruitment 2023: ভারতীয় ডাকবিভাগে চাকরির সুযোগ, কোন পদে হবে নিয়োগ? শূন্যপদ কত?
Gramin Dak Sevak: ৩০,০৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য।
India Post GDS Recruitment 2023: গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) পদে নিয়োগ করবে ভারতীয় ডাকবিভাগ (India Post)। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ২৩ অগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা। ভারতীয় ডাকবিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in - এর মাধ্যমে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহীরা। ২৪ থেকে ২৬ অগস্টের মধ্যে প্রার্থীরা তাঁদের অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করতে পারবেন।
কত শূন্যপদ রয়েছে, বয়সসীমা কত
৩০,০৪১টি শূন্যপদে নিয়োগ করা হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন গ্রামীণ ডাক সেবক (GDS) পদের জন্য।
শিক্ষাগত যোগ্যতা
দশম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সার্টিফিকেট থাকতে হবে আবেদনকারীদের কাছে। অঙ্ক এবং ইংরেজি - এই দুই বিষয় (compulsory or elective subjects) উত্তীর্ণ হতে হবে। কেন্দ্রীয় সরকার/রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃত স্কুল শিক্ষা বোর্ড থেকে সার্টিফিকেট পেতে হবে আবেদনকারীদের। এই সার্টিফিকেট বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতার পরিচয়পত্র হিসেবে অনুমোদন পাবে। এর পাশাপাশি বাধ্যতামূলক বা ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তত দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা পড়তে হবে প্রার্থীদের।
অ্যাপ্লিকেশন ফি- মহিলা, ট্রান্স-ওম্যান, তফশিলি জাতি/উপজাতি - এইসব ক্যাটেগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে না। বাকিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা।
ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবকের পদের জন্য কীভাবে আবেদন জানাবেন আগ্রহী প্রার্থীরা
- প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in - এখানে যেতে হবে আবেদনকারীদের।
- হোমপেজে থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক। সেখানে ক্লিক করতে হবে।
- এবার রেজিস্টার করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে ধাপে ধাপে।
- পরের পর্যায়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। সেই সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- সবশেষে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে এবং নিজের সুবিধার্থে একটি প্রিন্ট আউট রেখে দেওয়া প্রয়োজন।
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে অসংখ্য শূন্যপদ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে প্রচুর পদ খালি রয়েছে। কয়েকশো বা কয়েক হাজার নয়, পদখালি প্রায় ১ লক্ষ ১৪ হাজার। বুধবার ২ অগস্ট রাজ্যসভায় এমনই পরিসংখ্যান তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয়কুমার মিশ্র। CRPF, BSF, দিল্লি পুলিশে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১ লক্ষ ১৪ হাজার ২৪৫টি পদ খালি রয়েছে। তার মধ্যে থেকে ২০২৩ সালে ৩১ হাজার ৮৭৯টি পদ পূরণের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু তার মধ্যে থেকে মাত্র ১১২৬টি শূন্যপদই পূরণ করা গিয়েছে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আরও পড়ুন- কলকাতা পুরসভায় কাজের সুযোগ, কীভাবে করবেন আবেদন?
Education Loan Information:
Calculate Education Loan EMI