India Post Recruitment 2021: পোস্ট অফিসের বেঙ্গল সার্কেলে প্রচুর লোক নিয়োগ, বাড়ানো হল আবেদনের সময়সীমা
পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই রেজিস্টার করেছেন তাদের ফাইনাল আবেদনের জন্যই এই অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে।
কলকাতা: রাজ্যে পোস্টঅফিসে চাকরিপ্রার্থীদের জন্য বাড়ানো হল আবেদনের সময়সীমা। ১৯ অগাস্টের পরিবর্তে এবার ২২ অগাস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। পশ্চিমবঙ্গে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট। ২৩৫৭ পোস্টে হবে এই নিয়োগ।
অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, যেসব চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই রেজিস্টার করেছেন তাদের ফাইনাল আবেদনের জন্যই এই অতিরিক্ত সময়সীমা দেওয়া হয়েছে। গত ২০ জুলাই থেকে গ্রামীণ ডাক সেবক পদের জন্য India Post, WB Recruitment 2021-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
চাকরিপ্রার্থীরা অনলাইনে https://indiapost.gov.in অথবা https://appost.in/gdsonline-এ আবেদন করতে পারবেন। মেধার ভিত্তিতে আবেদনকারীদের যোগ্যতা বিচার করা হবে। নীচে এই বিষয়ে শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, অভিজ্ঞতা ও বাছাই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।
জব সামারি
চাকরির জন্য বিজ্ঞপ্তি- একমাস আগেই India Post, WB Recruitment 2021-এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২৩৫৭ পোস্টে হবে এই নিয়োগ। অনলাইনে আবেদন করা যাবে https://indiapost.gov.in সাইটে।
বিজ্ঞপ্তির তারিখ- ২০ জুলাই থেকে অনলাইনে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদনের শেষ তারিখ- চাকরিপ্রার্থীদের এবার ২২ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে।
স্থান- পশ্চিমবঙ্গ, কলকাতা
প্রতিষ্ঠান- ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক
প্রতিষ্ঠানে কাজ- প্রশাসনিক ছাড়াও অন্যান্য
কোন পদে নিয়োগ- ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM)/অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM)/Dak Sevak পদে নিয়োগ। নেওয়া হবে ২৩৫৭ জনকে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই দশম শ্রেণি উত্তীর্ণ বা সেকেন্ডারি পাশ হতে হবে। কোনও স্বীকৃত বোর্ড থেকে তাঁদের অবশ্যই গণিত, স্থানীয় ভাষা ও ইংরেজিতে পাশ মার্কস থাকতে হবে। আবেদনকারীর দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা পাঠ্য হিসাবে থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীর বয়সসীমা
ডাক সেবক পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স (১৮-৪০)-এর মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুসারে বিশেষ শ্রেণির জন্য বয়সের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়েছে।
কীভাবে আবেদন করবেন ?
appost.in.-এ আবেদনকারীদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ২২ অগাস্টের মধ্যেই করতে হবে এই আবেদন। সেখান থেকে আবেদনের রসিদ নিজের কাছে প্রমাণ হিসাবে রাখতে হবে।
আবেদনের ফি- OC/OBC/EWS Male / trans-man-দের জন্য আবেদনের ফি ১০০ টাকা। সব মহিলা ও ট্রান্সওম্যান আবেদনকারীরা বিনামূল্যে এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে @indiapost.gov.in-এ লগ ইন করুন।
Education Loan Information:
Calculate Education Loan EMI