Jobs And Recruitments: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত?
IOCL Apprentice Recruitment 2023: ২১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চালু থাকবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
Jobs And Recruitments: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইওসিএল (IOCL)- এ শিক্ষানবিশ (Apprentice) পদে নিয়োগ করা হবে। আইওসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। iocl.com এখানে আবেদন জানানো যাবে। মোট ১৭২০টি শূন্যপদের জন্য নিয়োগ করবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কর্তৃপক্ষ। ২১ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চালু থাকবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
আবেদনকারীদের যোগ্যতা
আবেদনকারীদের দ্বাদশ শ্রেণি, স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি পেতে হবে একটি পরিচিতি এবং স্বীকৃতপ্রাপ্ত বোর্ড, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে। রেগুলার ফুল টাইম কোর্স করা থাকতে হবে আবেদনকারীদের। তার ভিত্তিতেই পেতে হবে ডিগ্রি। সমগোত্রীয় trade/discipline কোর্সে নূন্যতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। নম্বরে কিছুটা ছাড় রয়েছে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে। যাঁরা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য আবেদন করবেন তাঁদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে (অক্টোবর ৩১,২০২৩ অনুসারে)। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি (এনসিএল), বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে সরকারী নিয়ম অনুসারে বয়সসীমায় ছাড় রয়েছে।
কীভাবে বেছে নেওয়া হবে যোগ্য প্রার্থীদের
শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য প্রথমে আবেদনকারীদের দিতে হবে লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় এমসিকিউ ধরনের প্রশ্ন আসবে। প্রতিটি প্রশ্নে চারটি উত্তর থাকবে। সেখান থেকে সঠিক অপশন বা উত্তর বেছে নিতে হবে। লিখিত পরীক্ষায় একজন প্রার্থীকে নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। তবেই তিনি সিলেকশন প্রসেস বা নির্বাচ প্রক্রিয়াতে কোয়ালিফায়িং মার্কস বা পাশ করার নম্বর পাবেন। অর্থাৎ উত্তীর্ণ হবেন। আইওসিএল- এর অফিশিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য দেওয়া রয়েছে।
ডিআরডিও-তে নিয়োগ
ডিআরডিও (DRDO) অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বৈজ্ঞানিকদের নিয়োগ করবে। রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টারের অধীনে এই নিয়োগ করা হবে। DRDO RAC- এর অফশিয়াল ওয়েবসাইট rac.gov.in এখানে গিয়ে আগ্রহী এবং যোগ্য (ডিআরডিও- র শর্তাবলী অনুসারে) প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অনলাইনেই আবেদন করা যাবে। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার প্রক্রিয়া। আর তা চালু থাকবে ১৭ নভেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, মোট ৫১টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ ৫১ জন বৈজ্ঞানিককে নিয়োগ করতে চলেছে DRDO RAC.
আরও পড়ুন- ২১ অক্টোবর শুরু হতে চলেছে দু'টি চাকরির অনলাইন রেজিস্ট্রেশন, কোথায় রয়েছে সুযোগ?
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
Education Loan Information:
Calculate Education Loan EMI