IRCTC Recruitment: IRCTC-তে অ্যাডমিন পদে নিয়োগ- কত শূন্যপদ, কীভাবে আবেদন ?
IRCTC Job News: আইআরসিটিসি-তে কর্পোরেট অফিসে লোক নেওয়া হচ্ছে। কতগুলি শূন্যপদ, কীভাবেই বা আবেদন করবেন ? যোগ্যতা কী প্রয়োজন ?
![IRCTC Recruitment: IRCTC-তে অ্যাডমিন পদে নিয়োগ- কত শূন্যপদ, কীভাবে আবেদন ? IRCTC Recruitment in AGM Admin Post know qualification salary and all details IRCTC Recruitment: IRCTC-তে অ্যাডমিন পদে নিয়োগ- কত শূন্যপদ, কীভাবে আবেদন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/13/2b6c331fdaf34417994ed6cb07c99fe71707843440693900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Job News: ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড সংক্ষেপে আইআরসিটিসি-তে (IRCTC Job) এবার কর্মী নিয়োগ হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা ডেপুটি জেনারেল ম্যানেজার পদে লোক নেওয়া হবে। স্থায়ী চাকরি নয়, নির্দিষ্ট মেয়াদের চুক্তির ভিত্তিতে এই কাজে নিয়োগ হবে। দেখে নিন শূন্যপদ কত, কীভাবেই বা আবেদন করবেন।
শূন্যপদ
মাত্র একটি পদেই (IRCTC Job) লোক নেওয়া হবে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বা ডেপুটি জেনারেল ম্যানেজার বা জুনিয়র জেনারেল ম্যানেজার পদে নিয়োগ হবে। মূলত এটি অ্যাডমিন হিসেবে নিয়োগ।
বয়সসীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ৫৫ বছরের মধ্যে।
কাজের মেয়াদ
মূলত ডেপুটেশনের ভিত্তিতে এই কাজ হবে। কাজের চুক্তি হবে ৩ বছরের জন্য। তবে যতদিন না পর্যন্ত IRCTC নিজে থেকে অব্যাহতি দিচ্ছে, ততদিন কাজ করার সুযোগ পাবেন প্রার্থীরা। এক্ষেত্রে কাজ থেকে আকস্মিক অব্যাহতিও দিতে পারে IRCTC।
কাজের দায়িত্ব
নির্বাচিত প্রার্থীকে এই পদে কাজের জন্য সিএমডি সেক্রেটারিয়েটের সমস্ত দায়িত্ব পালন করতে হবে। কাজের ধরন অনুযায়ী দায়িত্ব বা কর্মস্থল পরিবর্তন হতে পারে।
কর্মস্থল
নয়াদিল্লির কর্পোরেট অফিসেই মূলত কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীকে। তাছাড়া প্রয়োজনে কাজের জায়গা বদলাতেও পারে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য ভারতীয় রেলে (IRCTC Job) কর্মরত গ্রুপ এ বা গ্রুপ বি গেজেটেড অফিসার হতে হবে। বেতনক্রম হতে হবে ১০ থেকে ১২ লেভেলের মধ্যে। ইন্ডিয়ান রেলওয়ের কমার্শিয়াল বা অপারেটিং ডকুমেন্টস বিভাগে কর্মরত হলে অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম
ন্যূনতম বেতন ১৫৬০০ টাকা থেকে ৩৯১০০ টাকা পর্যন্ত বেতন পাবেন নির্বাচিত প্রার্থীরা। এছাড়াও প্রার্থীকে বেসিক পে-র ৭ শতাংশ মেডিকেল অ্যালাওয়েন্স দেওয়া হবে এবং ইউনিফর্ম অ্যালাউয়েন্স দেওয়া হবে একই হারে।
আবেদনের শেষ দিন
আগামী মার্চ মাসের ১২ তারিখের মধ্যে আবেদন করা যাবে এই পদের জন্য।
কীভাবে আবেদন
- অফিসিয়াল নোটিফিকেশনের (IRCTC Job) প্রেসক্রাইবড ফর্ম্যাট ডাউনলোড করে নিতে হবে নির্বাচিত প্রার্থীকে।
- আবেদনপত্রের সঙ্গে ভিজিলেন্স হিস্ট্রি, এআর ক্লিয়ারেন্স সহ জুড়ে দিয়ে রেলওয়ের বোর্ডে জমা করতে হবে।
- এছাড়াও ইমেলের মাধ্যমে একই আবেদনপত্রের স্ক্যান কপি জমা করতে হবে। মেল আইডি- deputation@irctc.com
- আবেদনপত্র পাঠাতে হবে IRCTC Corporate Office / New Delhi।
- প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে নিজের সাম্প্রতিক পাসপোর্ট মাপের ছবিও পাঠাতে হবে।
আরও পড়ুন: JEE Main 2024 Result: জয়েন্ট মেইনের ফলাফলে সারা দেশ থেকে ২৩ জন শীর্ষে, বাংলার কজন ?
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)