ISRO Recruitment 2023: বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ৬১টি শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন?
Jobs And Recruitment: আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২১ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন করা যাবে।
![ISRO Recruitment 2023: বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ৬১টি শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন? ISRO VSSC Recruitment 2023: Apply for scientist and engineer posts check the last date ISRO Recruitment 2023: বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ৬১টি শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/15/813e97b9fe32b2b1361f8c2f5cbd51ce1689411919615485_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন অর্থাৎ ইসরোতে (ISRO) রয়েছে চাকরির সুযোগ। ইসরোর বিক্রম সারাভাই স্পেস সেন্টার (VSSC) সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। Scientist / Engineer-SD এবং Scientist / Engineer-SC - এই দুই পদে নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২১ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। অনলাইনে আবেদন করা যাবে। www.vssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন প্রার্থীরা।
কত শূন্যপদ রয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত
মোট ৬১টি শূন্যপদে নিয়োগ করা হবে। আবেদনকারীদের দিতে হবে ৭৫০ টাকা। এই টাকা ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ রিফান্ড করা হবে মহিলা এবং তফশিলি জাতি, তফশিলি উপজাতি, অবসরপ্রাপ্ত কর্মী এবং বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের। তবে এর জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষায় উপস্থিত থাকতে হবে।
কীভাবে আবেদন করতে পারবেন আগ্রহীরা
- সবার প্রথমে www.vssc.gov.in এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজে রয়েছে কেরিয়ার ট্যাব, সেখানে ক্লিক করতে হবে এরপর।
- এবার VSSC Recruitment Advertisement No: RMT327- এই অপশনে ক্লিক করা প্রয়োজন।
- স্ক্রিনে নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে থাকবে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্ম ভালভাবে পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
- এবার জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি।
- সবশেষে ফর্ম সাবমিট করে অর্থাৎ জমা দিয়ে তারপর নিজের সুবিধার্থে একটি প্রিন্ট আউট রেখে দিন।
সেন্ট্রাল ব্যাঙ্কে ম্যানেজার স্কেল ২ পদে চাকরির জন্য আবেদনের শেষ দিন ১৫ জুলাই
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় Manager Scale II (Mainstream) পদে নিয়োগের জন্য প্রকাশিত হয়েছে নোটিফিকেশন। আজ ১৫ জুলাই আবেদন জমা দএয়ার শেষদিন। এখনও যাঁরা আবেদন জমা দেননি, তাঁদের হাতে রয়েছে আরও কিছুটা সময়। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in- এ গিয়ে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। অগস্ট মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে পরীক্ষা। জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজার স্কেল ২ (মেনস্ট্রিম)- এর ক্ষেত্রে ১০০০ শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং ব্যক্তিগত ইন্টারভিউ বা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট centralbankofindia.co.in - এ গিয়ে অনলাইনে আবেদন জমা করতে পারবেন প্রার্থীরা।
আরও পড়ুন- রাজ্যে মেডিক্যাল সার্ভিস কমিশনে হচ্ছে নিয়োগ, এই পদগুলিতে চাকরির সুযোগ
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)